Kiss অফ লাভ, বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মিমি-ওম, নেটদুনিয়ার ভাইরাল ছবি

Published : Jan 03, 2021, 12:30 PM IST

২০২০ অগণিত খারাপ খবরে ভরিয়ে দিয়েছিল মানুষের জীবন। ২০২১-এর দিকে সকলে হাঁটতে শুরু করেছে নতুন আশার আলো নিয়ে। নতুন বছর পড়তেই সকলের জীবনের আনন্দের ঘনঘটা। বিশেষ করে তারকাদের জীবনে শুরু হতে চলেছে নতুন পথচলা। পেশাগত দিক থেকে নয়, সবটাই ব্যক্তিগত জীবনে। কেউ বাগদান পর্ব সারছেন, তো কেউ একেবারে ছাদনাতলায়। তেমনই রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেললেন মিমি এবং ওম।   

PREV
110
Kiss অফ লাভ, বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মিমি-ওম, নেটদুনিয়ার ভাইরাল ছবি

বহু বছরের সম্পর্ক মিমি দত্ত এবং ওম সাহানির। ২০২১-এর প্রথমদিনেই সেরে ফেললেন শুভ কাজ। 

210

কাগজে কলমে এখন তাঁরা বৈধভাবে স্বামী স্ত্রী। রেজিস্ট্রি বিয়ে সেরে শেয়ার করলেন ছবি। 
 

310

করোনা আবহকে মাথায় রেখেই, ছোটখাটো জলসার আয়োজন করেছিলেন মিস্টার এবং মিসেস সাহানি। 
 

410

ডাবল স্টেকের কেক কেটে রেজিস্ট্রি ম্যারেজের পর্ব সারলেন তাঁরা। ছিমছাম সাজগোজেই দেখা গিয়েছে তাঁদের। 

510

বেনারসি, সোনার গয়নায় সেজে উঠেছিলেন মিমি। অন্যদিকে নীল রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে ওমকে। 

610

দু'জনেই নিজেদের বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, "এ যেন রূপকথার মত। ২০২০-র মত বছরেও আমাদের ভালবাসা সাহস জুগিয়েছে।"

710

মিমি লিখেছেন, "আমি যে এই জীবনটা তোমায় পাশে নিয়ে কাটাবো, সেটা যেন বিশ্বাসই হচ্ছে না। নতুন পথচলার জন্য আমরা প্রস্তুত। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।"

810


বিয়ে পর্ব সেরেই পেক অফ লাভও শেয়ার করেছেন তাঁরা। যেখানে পাহাড়ি ব্যাকড্রপের হোটেলের ঘরে চুম্বনে লিপ্ত ওম ও মিমি। 

910

একই ছবি শেয়ার হয়েছে দু'জনের প্রোফাইল থেকে। মিমি এবং ওমকে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজাররা। 

1010

দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে বাঁধা পড়ল বিয়ের বন্ধনে। ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তাঁদের সামাজিক বিবাহ কবে হবে, সেই নিয়ে এখন প্রশ্ন করে চলেছে ভক্তমহল।

click me!

Recommended Stories