প্যান্ট ছাড়াই স্যোয়েটারে নিজেকে মেলে ধরলেন পায়েল, শীতেও ঘাম ঝড়ালেন ভক্তদের

Published : Jan 19, 2021, 10:03 PM ISTUpdated : Jan 19, 2021, 10:20 PM IST

টলিউডের অন্যতম হট অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পায়েল সরকার (Paayel Sarkar)। তাঁকে নিয়ে নিত্যদিন নানা পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রায়সই নিজের ফোটোশ্যুটের ছবি, ভিডিও পোস্ট করে থাকেন ইনস্টাগ্রামে। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনও আপডেট সোশ্যাল মিডিয়ায় না রাখাই পছন্দ করেন। তাই নিজের পেশাগত দিককেই বেশি তুলে ধরেন পায়েল। 

PREV
18
প্যান্ট ছাড়াই স্যোয়েটারে নিজেকে মেলে ধরলেন পায়েল, শীতেও ঘাম ঝড়ালেন ভক্তদের

এবারও তাই করলেন। ফোটোশ্যুটের ঝলক তুলে ধরলেন নিজের ইনস্টাগ্রামের পেজে। যেখানে তাঁকে কেবল উলের স্যোয়েটশার্টেই দেখা গিয়েছে। 

28

সাদা রঙের স্যোয়েটশার্ট পরে বারান্দায় দাঁড়িয়ে তিনি। লোয়ার ছাড়াই নিজের হটনেস মেলে ধরলেন পায়েল। 

38

শীতের রাতেও সকলের ঘাম ঝড়াচ্ছেন পায়েল। নিঃসন্দেহে তিনি যে ভক্তদের রাতের ঘুম কেড়েছেন তাতে কোনও সন্দেহ নেই।

48

ছবির ক্যাপশনে লিখেছেন, "মাথায় ঘুরছে শীত, তবে মনে বসন্ত।" তাঁকে দেখে অবশ্য বসন্তেরই ছোঁয়া লেগেছে বলেই মনে হচ্ছে।

58


এর আগেও অবশ্য দেখা গিয়েছে তাঁকে নিজের বিভিন্ন হট ও সেক্সি ছবি পোস্ট করতে। 

68

দিনের পর দিন যেন তাঁর হটনেসের মাত্রা ছাড়াচ্ছে। পায়েলের মধ্যে অবশ্য এই বদল ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার পরেই এসেছে। 

78

প্রথমদিকে সালোয়ার পরা সাধারণ মেয়ের মতই দেখাত তাঁকে। তবে সময়ের সাথে সাথে পায়েলকে অন্য রূপে দেখেছে দর্শকমহল।

88

কখনও অন্তর্বাসে তো কখন প্লাঞ্জড নেক গাউনে, শরীরী উষ্ণতায় পায়েল সকলের ঘাম ঝড়ান নিমেষে। 

click me!

Recommended Stories