Published : Jan 19, 2021, 10:03 PM ISTUpdated : Jan 19, 2021, 10:20 PM IST
টলিউডের অন্যতম হট অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পায়েল সরকার (Paayel Sarkar)। তাঁকে নিয়ে নিত্যদিন নানা পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রায়সই নিজের ফোটোশ্যুটের ছবি, ভিডিও পোস্ট করে থাকেন ইনস্টাগ্রামে। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনও আপডেট সোশ্যাল মিডিয়ায় না রাখাই পছন্দ করেন। তাই নিজের পেশাগত দিককেই বেশি তুলে ধরেন পায়েল।