ছোট্ট ঝিলিক এখন হটনেসের অবতার, ছবি পোস্ট করতেই ভাইরাল তিথি

টেলি অভিনেত্রী তিথি বসু, এই নামে তাঁকে অধিকাংশ মানুষই চেনে না। তিথির ভক্তরাও তাঁকে ঝিলিক বলেই সম্বোধন করতে বেশি ভালবাসে। এই তিথিই হল জনপ্রিয় ধারাবাহিক 'তোমায় ছাড়া ঘুম আসে না, মা'-এর ছোট্ট ঝিলিকই হল তিথি। সেই ছোট্ট ঝিলিক এখন রীতিমত বড় হয়ে গিয়েছে। ছোটবেলার মিষ্টতা এখনও আছে ঠিকই তবে বয়সের সঙ্গে বোল্ডনেসের মাত্রা ছাড়িয়েছেন তিথি। 

Adrika Das | Published : Mar 28, 2020 3:43 PM IST
110
ছোট্ট ঝিলিক এখন হটনেসের অবতার, ছবি পোস্ট করতেই ভাইরাল তিথি
ইনস্টাগ্রামে তিথি অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে প্রায় নিত্যদিন ছবি পোস্ট করেন অভিনেত্রী।
210
ছবি পোস্টের মাধ্যমেই তাঁর মধ্যে যে কোথাও একটা ফ্যাশানিস্তা লুকিয়ে আছে তা বোঝা গিয়েছে।
310
নানা ছবিতে, বিভিন্ন ধরনের ফ্যাশানেবল পোশাকে দেখা যায় তাঁকে। যা দেখে জেন এক্সের বহু মেয়েরাই অনুসরণ করে চলেছে তিথিকে।
410
তারা কমেন্ট সেকশনে প্রায় লেখে, তিথির মত ফ্যাশন সেন্স অধিকাংশ অভিনেত্রীরই নেই।
510
ফ্যাশনের পাশাপাশি ভক্তদের তিথির আরও একটি বিষয়ও বেশ পছন্দ। সোশ্যাল মিডিয়াতে তিথি নিজের স্টারডম পুরোপুরি ভুলে যান।
610
অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তিথির ফেকনেস বলে কিছু নেই। তিনি ব্যক্তিগত জীবনে যেমন তেমনই সোশ্যাল মিডিয়ায়।
710
ভক্তদের কথায়, বহু অভিনেতা-অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের ধারাবাহিক এবং ফোটোশ্যুটের আপডেট ছাড়া তেমন কিছু দেননা।
810
অথচ তিথি ইন্টারনেটের বেড়াজালে নিজেকে সীমিত রাখেন না। কে কী বলছে তাতে কান না দিয়েই নিজের মতো ছবি, ভিডিও পোস্ট করেন তিনি।
910
সৌন্দর্য ছাড়াও বোল্ডনেসে তিথিকে দশে দশ দিয়ে দেওয়ার জোগাড় ফোলয়াড়দের। জিনস-শার্টে হোক বা শাড়িতে সবেতেই সাবলিল তিথি।
1010
বয়সের সঙ্গে সঙ্গে যে তিথির সাহসিকতাও ক্রমশ বেডডে চলেছে তার প্রমাণ হল এই ছবিগুলিই।
Share this Photo Gallery
click me!

Latest Videos