Published : Nov 27, 2020, 11:57 PM ISTUpdated : Nov 28, 2020, 02:21 AM IST
অনেকের মতে ফিটনেস কিংবা শরীরচর্চার বিষয়টি সীমিত কেবল হলিউড এবং বলিউডে। তবে ফিটনেসের বিষয় ধীরে ধীরে টেক্কা দিচ্ছেন টলিউড এবং টেলি অভিনেতা অভিনেত্রীরা। নিয়মিত জিমে গিয়ে অথবা বাড়িতেই নিজেদের শরীর নিয়ে যথেষ্ট ওয়াকিবহল হয়ে উঠেছেন প্রত্যেকেই। তেমনই ছোটপর্দার কয়েকজন অভিনেত্রীদের মধ্যে অদ্রিজা রায়ের নাম। টেলিভিশন ছাড়াও বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। তবে ছোটপর্দায় কাজ করেই তাঁর জনপ্রিয়তা ছুঁয়েছে আকাশ।