মাচার পর 'ডিকশনারি' প্রিমিয়ারেও কাছাকাছি যশ-নুসরত, ঘনিষ্ঠ 'বেহায়াপনা' দেখে ক্ষোভ সাইবারবাসীর

Published : Feb 12, 2021, 01:52 PM ISTUpdated : Feb 12, 2021, 02:28 PM IST

সাংসদ অভিনেত্রী নুসরত  জাহান এবং টলি অভিনেতা যশ দাসগুপ্তকে নিয়ে উত্তাল নেটিজেনরা। ঘনিষ্ঠতা থেকে  ছবি পোস্ট সবেতেই যেন শিরোনামে রয়েছেন টলিউডের এই পাওয়ার কাপল। একদিকে সংসার ভাঙন, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই  যখন  উত্তাল টলিপাড়া তখনই টলিউডের আসর কাঁপালেন যশ-নুসরত। বাংলার মাচা থেকে বেরিয়ে ডিকশনারি ছবির প্রিমিয়ারেও একে অপরের কাছাকাছি এলেন যশরত।  

PREV
18
মাচার পর 'ডিকশনারি' প্রিমিয়ারেও কাছাকাছি যশ-নুসরত, ঘনিষ্ঠ 'বেহায়াপনা' দেখে ক্ষোভ  সাইবারবাসীর

টলিপাড়ার পাওয়ার কাপল বললেই  যশ-নুসরতের নাম সবার শীর্ষে। নিজেদের প্রেমের গুঞ্জনের মাঝেই উত্তেজনা জিইয়ে রেখেই ফের চমক দিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। 
 

28

নিখিলের সঙ্গে সম্পর্কে ভাঙন এবং যশের সঙ্গে প্রেমের গুঞ্জন টলিপাড়ার অন্দরেই এই গল্পই এখন নেটদুনিয়ার হটকেক। 

38

নিখিলের সঙ্গে সম্পর্কে ভাঙন এবং যশের সঙ্গে প্রেমের গুঞ্জন টলিপাড়ার অন্দরেই এই গল্পই এখন নেটদুনিয়ার হটকেক। 

48

কোনও রাখঢাক না রেখেই একসঙ্গে ছবির প্রিমিয়ারে নজর কেড়েছেন যশ-নুসরত। এমনকী ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজও দিয়েছেন টলিপাড়ার এই লাভবার্ডস।

58

'ডিকশনির'-র আগে 'এসওএস কলকাতা'-তে দেখা গিয়েছিল নুসরতকে। সেই সময় নুসরতের সঙ্গে দেখা গিয়েছিল স্বামী নিখিলকে। যদিও সেসব এখন অতীত।

68

'এসওএস কলকাতা' ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি যশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নুসরত। এবং তারপর থেকেই নিখিলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে নুসরতের।

78

নুসরতের আপকামিং ছবি 'ডিকশনারি'র প্রিমিয়ারে নিখিলের অনুপস্থিতি যেন নয়া প্রেমের গুঞ্জনে শিলমোহর দিল।

88

নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও মাচা অনুষ্ঠান থেকে ছবির প্রিমিয়ার সর্বত্রই দেখা যাচ্ছে যশরত জুটিকে।

click me!

Recommended Stories