কখনও গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত সাংসদ অভিনেত্রী। কয়েক মাস আগের ভিডিও পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নুসরত।
311
ইতিমধ্যেই নুসরতের শ্যুটের ছবিই এখন নেটদুনিয়ার হটকেক। সূত্রের খবর, ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনের জন্য শ্যুটিং সেটে হাজির হয়েছিলেন নায়িকা।
411
ইতিমধ্যেই নুসরতের শ্যুটের ছবিই এখন নেটদুনিয়ার হটকেক। সূত্রের খবর, ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনের জন্য শ্যুটিং সেটে হাজির হয়েছিলেন নায়িকা।
511
প্রেগন্যান্সির মধ্যে শ্যুটিং। প্রতিটি বিষয়েই তিনি যে কতটা সাহসী তা যেন আবারও প্রমাণ করে দিলেন সাংসদ অভিনেত্রী।
611
তার সাহসিকতা দেখে সমালোচকদের চোখ কপালে উঠবেও তাকে কুর্নিশ জানায় টলিউড।
711
অন্যদিকে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত।
811
ইতিমধ্যেই নুসরতের কপালে জুটছে একের পর এক কটাক্ষ, তিনিও থামবেন না। নষ্ট মেয়ের তকমা পেয়েও সোশ্যাল মিডিয়া থেকে দূর থাকছেন না নুসরত। বরং সাহসী অবতারে নিজেকে আরও উন্মুক্ত করছেন টলিপাড়ার এই সাহসিনী।
911
তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।
1011
সূত্র থেকে জানা গেছে আগামী সেপ্টেম্বরেই নাকি আসতে চলেছে নুসরতের গর্ভের সন্তান। গোটা টলিপাড়া উত্তাল এই খবরে।
1111
কবে আসবে সেই দিন, তার অপেক্ষায় দিন গুনছে অনুরাগীরা।