নুসরতের ঘরে এল নতুন অতিথি, ছোট্ট দুই পায়ের ছবি পোস্ট করে কাকে স্বাগত জানালেন টলিপাড়ার হবু মা

Published : Jul 06, 2021, 08:55 AM IST

৬ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান।  সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। কিন্তু সেপ্টেম্বরের আগেই নুসরতের বাড়িতে এ নতুন অতিথি। কোনও লুকোছাপা নয়, বরং নিজেই সেই সুখবর দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টা-তে বুমেরাং ভিডিও শেয়ার করে সকলকে অবাক করে দিয়েছেন নুসরত। কে এই নতুন অতিথি? হবু মায়ের ইনস্টা-পোস্টে বাড়ছে জল্পনা।  

PREV
111
নুসরতের ঘরে এল নতুন অতিথি, ছোট্ট দুই পায়ের ছবি পোস্ট করে কাকে স্বাগত জানালেন টলিপাড়ার হবু মা


সেপ্টেম্বরের আগেই নুসরতের বাড়িতে এল নতুন অতিথি। কোনও লুকোছাপা নয়, বরং নিজেই সেই সুখবর দিয়েছেন অভিনেত্রী। 

211


সম্প্রতি ইনস্টা-তে বুমেরাং ভিডিও শেয়ার করে সকলকে অবাক করে দিয়েছেন নুসরত। কে এই নতুন অতিথি? হবু মায়ের ইনস্টা-পোস্টে বাড়ছে জল্পনা।

311

ইনস্টা-ভিডিও জ্বলজ্বল করছে হোম লেখা নেমপ্লেট। হোম শব্দের 'O' অক্ষরটির জায়গায় পায়ের ছাপ। এবং ভিডিওর সঙ্গে ছোট্ট পায়ের ইমোজি ব্যবহার করে লেখা 'ওয়েলকামিং'।
 

411


সন্তান জন্মের আগে কাকে এইভাবে স্বাগত জানালেন নুসরত, নতুন পোস্ট ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে।

511


তবে নুসরতের ইমোজি দেখে মনে হচ্ছে অভিনেত্রী কোনও কুকুর ছানাকে দত্তক নিয়েছেন। এবং তাকেই নিজের ঘরে ওয়েলকাম করেছেন।

611

যদিও নুসরতের পোষ্যর প্রতি ভালবাসা এতদিনে খুব একটা নজর কাড়েনি। কিন্তু প্রেমিক যশের খুব কাছের সারমেয়। সম্প্রতি নিজের পোষ্যর সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন যশ।

711

বর্তমানে ৬ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী নুসরত জাহান। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী।

811

 

 


 যদি প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। ৬ মাসের গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। 
 

911

একটু একটু করে গর্ভে বাড়ছে সন্তান। চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের আভা।  বেবিবাম্প নিয়ে শ্যুটিং সেটে  নুসরত জাহান। ৬ মাসের গর্ভাবস্থার মধ্যেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন নুসরত জাহান।  

1011

অন্যদিকে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।

1111

অন্যদিকে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।

click me!

Recommended Stories