দিন যত বাড়ছে সময় যেন একেবারে কমে আসছে। আর মাত্র দেড় মাস। তারপরেই সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। নিজের সন্তানের আগেই নুসরতের বাড়িতে আগমন হয়েছে নতুন অতিথির। যশের পোষ্য হ্যাপি-র সঙ্গে বেশিরভাগ সময় কাটাচ্ছেন নুসরত। সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করতেই নেটিজেনরা বলেছেন প্রেগন্যান্সির এই সময়টায় নুসরত ও যশ একসঙ্গেই আছেন।
সেপ্টেম্বরেই আসতে চলেছে নুসরতের গর্ভের সন্তান। তার আগেই নুসরতের বাড়িতে এসেছে নতুন অতিথি। কোনও লুকোছাপা নয়, বরং নিজেই সেই সুখবর দিয়েছেন অভিনেত্রী।
210
নিজের সন্তানের আগেই নুসরতের বাড়িতে আগমন হয়েছে নতুন অতিথির। যশের পোষ্য হ্যাপি-র সঙ্গে বেশিরভাগ সময় কাটাচ্ছেন নুসরত।
310
সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করতেই নেটিজেনরা বলেছেন প্রেগন্যান্সির এই সময়টায় নুসরত ও যশ একসঙ্গেই আছেন। আসলে একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করেই নেটিজেনদের হাতে ধরা পড়ে যাচ্ছেন এই তারকা জুটি।
410
নিজের ইনস্টা-ভিডিওতে একটি ভিডিও শেয়ার করেছেন নুসরত যেখানে ঘরের দেওয়ালে লাগানো টিভিতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর সিনেমা। আর তা খুব মন দিয়ে দেখছে হ্যাপি।
510
হ্যাপির সঙ্গে কাটানো মুহূর্তই নিজের সোশ্যালে শেয়ার করেছেন নুসরত। সঙ্গে নিজের একটি সেলফি ভিডিও।
যদিও প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। ৬ মাসের গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী।
810
একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।
910
নুসরত নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা কিন্তু বেশস্পষ্ট। বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলেন অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান।
1010
উল্লেখ্য, মঙ্গলবারই নুসরত ও নিখিলের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিচারপতিরা হাজির না হওয়ায় দেওয়ানি মামলার শুনানি সম্ভব হয়নি। এর জন্য শীঘ্রই নতুন তারিখ দেবে আদালত।