খবরের শিরোনামে থাকাটা যে সিদ্ধহস্ত নুসরতের তা সকলেই জানেন। দীর্ঘ কয়েকদিনের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতকালই প্রকাশ্য এসেছে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের বেবিবাম্প। নিখিলের সঙ্গে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন সাংসদ অভিনেত্রী। বিয়ের কয়েকমাসের মধ্যে আত্মহত্যার খবরেও নাম জড়িয়েছিল নুসরতের। একাধিক প্রেম থেকে লিভ-ইন -সহবাস সব মিলিয়ে চলচ্চিত্রের মতোই রঙিন নুসরতের জীবন।
চলচ্চিত্রের মতোই রঙিন নুসরত জাহানের জীবন। নিখিল জৈনর সঙ্গে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন সাংসদ অভিনেত্রী।
214
মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু। জিতের সঙ্গে প্রথম ছবি 'শত্রু' দিয়ে লাইমলাইটে আসেন নুসরত। তারপরেই টলিপাড়ার দেব, অঙ্কুশ সকলের সঙ্গেই পর্দা শেয়ার করেন নুসরত। পেশাগত জীবনে বৃহস্পতি সর্বদাই তুঙ্গে নুসরতের।
314
তবে ব্যক্তিগত জীবনটা বরাবরই রূপোলি পর্দার মতো। ব্যক্তিগত জীবনে পার্কস্ট্রিট ধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে নাম জড়ানোর পরও অনেককিছুই যেন বদলে গিয়েছিল নুসরতের।
414
এভাবেই চলতে চলতে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির সায়ন্তন বসুকে সাড়ে ৩ লক্ষ ভোটে হারিয়ে বসিরহাটের সাংসদ হন নুসরত জাহান।
514
সেই বছরই রূপকথার বিয়ে সারেন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে। ১৯ জুন সাত সমুদ্র তেরো নদীর পারে তুরস্কে গিয়ে বিয়ে সারেন। তবে সেই বিয়ে থুড়ি সহবাসও টিকল না খুব বেশিদিন।
ফুলবাগান থানাতেও 'ড্রাগ ওভারডোজ' নিয়ে রিপোর্টও করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই নুসরতের আত্মহত্যার কথা ছড়িয়ে পড়ে। যদিও পুরো খবরটাই ভুঁয়ো বলে উড়িয়ে দেন নুসরতের পরিবার।
814
তারপরই আসলে অভিশপ্ত ২০২০। একদিকে করোনার চোখরাঙানি অন্যদিকে নুসরতের সংসার ভাঙার গুঞ্জন সঙ্গে নতুন প্রেমের জল্পনা। 'এসওএস' ছবির সেটেই যশ দাশগুপ্তের প্রেমে পড়েন নুসরত।
914
সেখান থেকেই কখনও দক্ষিনেশ্বরে মায়ের কাছে, কখনও পাহাড়ে, কিংবা কখন মরুশহরে দেখা যায় এই লাভবার্ডসকে।
1014
অন্যদিকে প্রায় ৬ মাস ধরে আমরা আলাদা রয়েছেন নিখিল ও নুসরত। নুসরতের গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে মানতে নারাজ নিখিল, সেকথা সংবাদমাধ্যমকে সটান জানিয়েও দিয়েছেন নুসরতের স্বামী নিখিল জৈন।
1114
নিখিলের কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা অনেকেই নুসরতের মা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? এই নিয়ে এখন তর্জা চলছে।
1214
নিজের অন্তঃসত্ত্বা নিয়ে যেমন চুপ রয়েছেন নুসরত ঠিক তেমনটাই মুখে কুলুপ এঁটেছেন নুসরতের রিউমার্ড বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত।
1314
তবে নুসরত যে নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা গতকালের বেবিবাম্পের ছবিতেই স্পষ্ট।
1414
তবে পিতৃপরিচয়হীন সন্তানের ভবিষ্যৎ, সংসার ভাঙার গুঞ্জন, নতুন প্রেমের টানাপোড়েন নুসরতের কেরিয়ারকে ধ্বংস করে দেবে না তো, আগামী দিনে কী অপেক্ষা করছে নুসরতের ভক্তদের জন্য, তা জানতে সকলেই মরিয়া।