Published : Nov 24, 2020, 02:24 PM ISTUpdated : Nov 24, 2020, 02:37 PM IST
অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে নিয়ে শোরগোল নেটদুনিয়ায়। বলা নেই, কওয়া নেই হঠাৎ করে বিয়ের খবরে ভরে চলেছে সংবাদ শিরোনাম। আর মাত্র দু'দিন। তারপরই ছাদনাতলায় বসতে চলেছে বাংলার অন্যতম এলিজবল ব্যাচিলর অনির্বাণ। যার কারণ মন ভেঙেছে অগণিত মহিলা ভক্তরা। অনির্বাণ যেহেতু অসংখ্য মেয়েদের ক্রাশ, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মন ভাঙার একাধিক খোলাচিঠিতে ভরে চলেছে নিউজফিড। তবে এর নেতিবাচক দিকটি হল মধুরিমা গোস্বামীকে ট্রোল করা।
এই নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে সেই ব্যবহারের ন্যায্যতা নিয়েই তারা ক্রমাগত তর্ক করে যাচ্ছে।
59
এই কান্ড কারখানার মাঝেই ট্রোলারদের বিরুদ্ধে সোচ্চার হল একদল নেটিজেন। এবং তারাও অনির্বাণের মহিলা ভক্ত।
69
তারা কিছু পোস্টের মাধ্যমে নিন্দুকদের আসল পরিচয় দেখিয়েছেন। যে তাদের মানসিকতা কোন তলানিতে গিয়ে ঠেকেছে।
79
তাদের কথায়, "আবির চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে নিয়েও এমন মন্তব্য এরা আগে করেছে। এখন অনির্বাণ-মধুরিমাকে নিয়ে শুরু করল।"
89
বিয়ে, ভালবাসা, পরস্পরের সঙ্গে বোঝপড়ার সঙ্গে যে রূপ, গুণের কোনও সম্পর্ক নেই, সে কথা এই মানসিকতার মানুষদের বোঝা সম্ভব নয়।
99
অনির্বাণ কাকে বিয়ে করবেন, সেটা একান্ত তাঁর ব্যক্তিগত ব্যাপার। এখানে এত নোংরা মন্তব্য আসছেই বা কেন। মহিলা ভক্ত হওয়ার এই পরিচয় দিচ্ছে সকলে। এমনই পোস্টের মাধ্যমে নিন্দা করছে সেই সাইবারবাসীরা।