মন ভাঙল হাজার হাজার তরুণীর। এ কী হল হঠাৎ করে। বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে বিয়ের পিঁড়িতে অনির্বাণ ভট্টাচার্য। চুপচাপ করে গিয়েছেন প্রেম। কাক পক্ষীতেও টের পেল না তাঁর বিয়ের খবর। ইতিমধ্যেই রাগে দুঃখে নানা স্টেটাস আপডেট দেওয়া শুরু করেছে হাজারও মহিলা। অগণিত মেয়েদের মন ভেঙে গিয়েছে তাদের ক্রাশের বিয়ের কথা শুনে। কেবল ক্রাশই নয়, অনির্বাণের প্রেমেও পড়েছিলেন তারা। আজ বিয়ের খবর পেয়ে অত্যন্ত দুঃখিত সেই অগণিত মহিলা।