Published : Nov 20, 2020, 01:56 PM ISTUpdated : Nov 20, 2020, 01:58 PM IST
মধুমিতা সরকার এবং সৌরভের বিবাহ বিচ্ছেদের পরই সকলের উৎসাহ মধুমিতার ব্যক্তিগত জীবন নিয়ে। কাকে ডেট করছেন অভিনেত্রী। কোনও নতুন পুরুষ তাঁর জীবনে এসেছে কি না। তিনি কি আবারও ভালবাসা খুঁজে পাবেন। এই নিয়ে একাধিক প্রশ্ন করে চলে ভক্তরা। অনুরাগীদের এই উৎসাহে যদিও একেবারেই কান দেন না মধুমিতা। নিজের কেরিয়ার নিয়েও আপাতত অত্যন্ত ব্যস্ত তিনি। টলিউডে সদ্য ডেবিউ করে এখন তিনি অন্যতম ডিমান্ডেড অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের অভিনয় গুণে মুগ্ধ করেছিলেন 'বোঝেনা সে বোঝেনা'র দর্শকদের।