বিয়ের আগেই সুখবর, নতুন সদস্যকে অঙ্কুশ-ঐন্দ্রিলার আহ্বান

Published : Dec 15, 2020, 03:48 PM IST

বহু বছরের সম্পর্ক এবার সোজা ছাদনাতলায়। এমনই বলছে সূত্র। ২০২১ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। যদিও এ বিষয় ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের বিয়ের পিঁড়িতে বসতে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে ভক্তমহল। অঙ্কুশ এবং ঐন্দ্রিলার বহু বছরের সম্পর্ক। মাঝে লিভ ইনও করেছেন তাঁরা। এবরা সেই সম্পর্ককেই বিয়ের রূপ দিতে আর বেশি দেরি নেই। 

PREV
18
বিয়ের আগেই সুখবর, নতুন সদস্যকে অঙ্কুশ-ঐন্দ্রিলার আহ্বান

ছোটপর্দায় ঐন্দ্রিলার অভিনয় দাপট অন্যদিকে পাওয়ার প্যাকড কমার্শিয়াল ছবির হিরো অঙ্কুশ। 

28

দু'জনেই নিজের ফিল্ডে একেবারেই দাপিয়ে কাজ করে চলেছেন। কেরিয়ার পাকাপোক্ত করেই কি তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা।

38

সম্প্রতি তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। বিয়ের আগেই সুখবর নিয়ে হাজির হয়েছেন সেলেব জুটি। 

48

দিন কতক আগেই নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ। সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। 

58


বাদামী রঙের গাড়িতে বিলাসিতার ছড়াছড়ি। তাঁদের ক্লাসের সঙ্গে একেবারে মানানসই গাড়ি নিয়েছেন। 

68

সেই গাড়িকেই নতুন সদস্য হিসেবে তকমা দিয়েছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। দু'জনেই নিজের প্রোফাইল থেকে পোস্ট করেছেন ছবি।

78

কালো ফ্লোরাল ড্রেসে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। অন্যদিকে ধূসর রঙের টিশার্টে দাঁড়িয়ে অঙ্কুশ। 

88

এমন রাজকীয় জুটির জন্য রাজকীয় ব্যবস্থা না হলে কি চলে। লম্বা, চাওড়া গাড়ির পাশে পোজ দিয়ে দাঁড়িয়ে দু'জন।  

click me!

Recommended Stories