'নেচে গেয়ে শ্বশুড়বাড়িতে কতদিন কাটাবে গুনগুন', 'যুক্তিহীন' চিত্রনাট্য নিয়ে সোচ্চার নেটবাসী

Published : Dec 21, 2020, 11:05 PM ISTUpdated : Dec 22, 2020, 02:31 AM IST

বাংলা টেলিভিশনে টিআরপি তালিকায় বরাবরের মত 'খড়কুটো' শীর্ষেই থাকে। অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল 'খড়কুটো'। মূল ভূমিকায় রয়েছেন তৃণা সাহা এবং কৌশিক রায়। গুনগুন ও সৌজন্যের খুনসুটি বর্তমানে মনে ধরেছে দর্শকের। তবে সেখানেই রয়ে যাচ্ছে গলদ। একাধিক দর্শকদের কথায়, তৃণা সাহার অভিনয় অত্যন্ত খারাপ। তাঁর অভিনয় দেখলে নাকি গুনগুনের চরিত্রটিকে মানসিক অসুস্থ বলে মনে হয়। 'খড়কুটো' ধারাবাহিকে নেই কোনও যুক্তি। 

PREV
18
'নেচে গেয়ে শ্বশুড়বাড়িতে কতদিন কাটাবে গুনগুন', 'যুক্তিহীন' চিত্রনাট্য নিয়ে সোচ্চার নেটবাসী

গুনগুন চরিত্রটি ক্রমশ হয়ে উঠছে অসহ্যকর। ধারাবাহিকের চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলছে দর্শকমহল। 

28

সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছে গুনগুন এবং সৌজন্য। 

38

বিয়ের বিভিন্ন ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গুনগুন-সৌজন্যের বিয়ের জন্য ধারাবাহিকটির টিআরপি আরও বৃদ্ধি পেয়েছে। 

48

তবে কিছু সংখ্যক দর্শকরা তৃণার অভিনয় নিয়ে অভিযোগ জানিয়েছিল। এবার কিছু সংখ্যক দর্শক অভিযোগ জানাচ্ছে চিত্রনাট্য নিয়ে। 

58

গুনগুনের এই বাচ্চাদের মত আচরণ আর কতদিন থাকবে। শ্বশুড়বাড়িতে গিয়ে কতদিনই বা সে এই নাচ গান করে কাটাবে। 

68

গুনগুনের এই বাচ্চাদের মত আচরণ আর কতদিন থাকবে। শ্বশুড়বাড়িতে গিয়ে কতদিনই বা সে এই নাচ গান করে কাটাবে। 

78

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রোমো, এছাড়া বিয়ের পর বিশেষ পর্বগুলি দেখার পরই ক্ষোভ উগরে দেয় দর্শকমহল। 

88

গুনগুন চরিত্রটি প্রথমদিকে জনপ্রিয়তা অর্জন করলেও বর্তমানে গুনগুনকে নিয়ে বিরক্তি ক্রমশ বেড়েই যাচ্ছে দর্শকের মধ্যে। যদিও তৃণার ভক্তরা এই অভিযোগে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেছে। 

click me!

Recommended Stories