বাংলা টেলিভিশনে টিআরপি তালিকায় বরাবরের মত 'খড়কুটো' শীর্ষেই থাকে। অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল 'খড়কুটো'। মূল ভূমিকায় রয়েছেন তৃণা সাহা এবং কৌশিক রায়। গুনগুন ও সৌজন্যের খুনসুটি বর্তমানে মনে ধরেছে দর্শকের। তবে সেখানেই রয়ে যাচ্ছে গলদ। একাধিক দর্শকদের কথায়, তৃণা সাহার অভিনয় অত্যন্ত খারাপ। তাঁর অভিনয় দেখলে নাকি গুনগুনের চরিত্রটিকে মানসিক অসুস্থ বলে মনে হয়। 'খড়কুটো' ধারাবাহিকে নেই কোনও যুক্তি।