Published : Apr 17, 2020, 01:11 PM ISTUpdated : Apr 17, 2020, 02:40 PM IST
সাল ২০১৪। খবরের কাগজ খুলতেই মাথায় হাত সকলের। রাজনীতি, খেলার পাতা ছেড়ে চোখ আটকে বিনদনের খবরে। আত্মহত্যা করার চেষ্টা করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই হেডলাইনে চোখ কপালে উঠেছিল শহরবাসীর। তখনও স্বস্তিকা একই রকমের জনপ্রিয়। সেই সময় জোর কদমে নিজের আগামী ছবির শ্যুটিংও করে চলেছেন। তাহলে হঠাৎ এই আত্মহত্যার খবর এল কোথা থেকে।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সেই সময় ঘনিষ্ঠতা ছিল পরিচালক সুমন মুখোপাধ্যায়ের। তার আগেই স্বস্তিকার সদ্য সদ্য ব্রেক আপ হয়েছে পরমব্রতর সঙ্গে।
210
কলকাতার এক পাঁচতারা হোটেলে দু'দিন একসঙ্গে ছিলেন সুমন এবং স্বস্তিকা। জানা যায়, তাঁদের মধ্যে কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
310
ঝামেলা এতটাই বাড়তে থাকে যে স্বস্তিকা নিজের হাতের শিরা কেটে বসেন। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
410
হাসপাতাল কতৃপক্ষের বক্তব্য অনুযায়ী, স্বস্তিকার বা হাতের কবজিতে বেশ গভীর ক্ষত রয়েছে।
510
সেই গভীর ক্ষতের উপর স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি সেলাই পড়ে। যা ঢাকতে গিয়ে প্লাস্টিক সার্জারি করতে হয় অভিনেত্রীর হাতে।
610
স্বস্তিকার আত্মহত্যা করার চেষ্টা, হাসপাতালে ভরতি হওয়া। এরই মাঝে সুমন পড়লেন বিপাকে।
710
ঘটনার ২২ ঘন্টা পর পুলিশ সুমনকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তাঁদের মধ্যে কথা কাটাকাটিই যে স্বস্তিকার হাত কাটার কারণ, এই কথায় কতটা সত্যতা আছে প্রশ্ন তুলেছিল সাধারন মানুষ।
810
জানা যায়, হোটেল রুমের মধ্যে অজস্র জিনিস নাকি ভেঙে পড়েছিল। কথা কাটাকাটির মধ্যেই জিনিসপত্র ভাঙাভআঙিও চলে।
910
ঘটনার পর স্বস্তিকার সঙ্গে সুমনের কোনও সম্পর্ক আর ছিল না। তবে এই নিয়ে আর মুখ খোলেননি স্বস্তিকা।
1010
স্বস্তিকা এমন একজন অভিনেত্রী যিনি নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চিরকালই খোলামেলা আলোচনা করেছেন।