চারিদিকে জল, বিলাসবহুল হোটেল, রাজকীয় অ্যাপায়ন সব ঠিক থাকলেও একগ্লাস লেমোনেট এর দাম ১০০০ টাকা দেখে মা -কে ভীষণ মিস করছেন টলি অভিনেতা অঙ্কুশ। অভিনেতার এই পোস্টে কিপটে বলে মন্তব্য করেছেন শুভশ্রী।
1011
সদ্যই নতুন ফ্ল্যাটে শিফট করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। কিছুদিন আগেও নতুন গাড়ি কিনেছেন তারকা জুটি। বিয়ের আগে নিজেদেরকে একেবারে গুছিয়ে নিচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
1111
রিয়েল লাইফ প্রেমিকার সঙ্গে এই প্রথম রূপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ। সময় পেলেই বান্ধবীকে নিয়ে উড়ে যান বিদেশ বিভুঁইয়ে। শুধু তাই নয়, দুজনে কোয়ালিটি টাইম বের করে একান্তে সময় কাটিয়ে নেন।