এই জিনিসটি ছাড়া একমুহূর্ত থাকতে পারেন না কোয়েল, এখানেই কি লুকিয়ে সুন্দর থাকার আসল রহস্য

Published : Sep 06, 2021, 09:02 AM IST

গত বছরেই মা হয়েছেন টলিপাড়ার অভিনেত্রী কোয়েল মল্লিক। একদিকে সংসার, নতুন অতিথি, কেরিয়ার সব মিলিয়ে দায়িত্ব যেন কয়েকগুণ বেড়ে গেছে। তারপরও সবকিছু সামলে নিজের শরীরচর্চা করতে মোটেই ভোলেননা অভিনেত্রী। ছেলে হওয়ার পরই কাজে ফিরেছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সুন্দর থাকার আসল রহস্য শেয়ার করেছেন নায়িকা, যা নিয়ে জল্পনা বাড়ছে।

PREV
110
এই জিনিসটি ছাড়া একমুহূর্ত থাকতে পারেন না কোয়েল, এখানেই কি লুকিয়ে সুন্দর থাকার আসল রহস্য


রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে নয়, বরং নিজের পরিচয়ে টলিপাড়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন এবং এখনও ধরে রেখেছেন কোয়েল মল্লিক।

210

অভিনয় থেকে ফ্যাশন সবতেই যেন লাইমলাইটে থাকেন কোয়েল। নিজেকে কীভাবে এতটা সুন্দর রাখেন, কীসে লুকিয়ে রয়েছে তার সৌন্দর্য এবার নিজেই তা ফাঁস করে দিলেন।
 

310


গত বছরেই মা হয়েছেন টলিপাড়ার অভিনেত্রী কোয়েল মল্লিক। একদিকে সংসার, নতুন অতিথি, কেরিয়ার সব মিলিয়ে দায়িত্ব যেন কয়েকগুণ বেড়ে গেছে।

410


গতকাল ইনস্টাগ্রামে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কোয়েল। যেখানে অভিনেত্রীকে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে। ছবিও নিমেষে ভাইরাল হয়েছে।

510

ক্যাপশনে লিখেছেন, 'আপনি যেখানেই যান না কেন হাসিমুখে থাকতে ভুলবেন না'। অর্থাৎ কোয়েল যেখানেই যাক না কেন, হাসি সর্বদাই তার মুখে থাকেই। এবং এটাই হল কোয়েলের সুন্দর থাকার রহস্য।
 

610

শাড়ি থেকে সালোয়ার, ওয়েস্টার্ন থেকে ভারতীয় পোশাক  তিনি যেটাই পরেন সেটাই সাহসীকতার সঙ্গে ক্যারি করতে পারেন। প্রয়োজন ছাড়া বেশি মেক আপও তার পছন্দ  নয়।

710

বাড়িতে থাকলেও একেবারে ঘরোয়া ভাবে থাকতেই বেশি পছন্দ করেন কোয়েল মল্লিক। এবার নো মেক আপ লুকেই অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

810

সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের ধরে রাখতেও সিদ্ধহস্ত কোয়েল। কিছুদিন ধরেই নিজের জীবনের বিভিন্ন ঘটনা কোয়েল কথা হ্যাশট্যাগ গিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন অভিনেত্রী।

910

কোয়েলের জীবন প্রথম প্রায়োরিটি ছেলে কবীর। এবং ছেলেকে সামলে নিয়েই বর্তমানে বেছে বেছে ছবিও করঠন নায়িকা। তবে কাজের মধ্য দিয়েই সকলকে ভাল থাকার বার্তাও দিচ্ছে কোয়েল মল্লিক। 
 

1010

বর্তমানে একগুচ্ছ ছবিও রয়েছে কোয়েলের হাতে। তার মধ্যে বেশ কয়েকটির কাজও শেষ। আবার কিছু ছবির শুটিং শুরু হবে। ফ্লাইওভার ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল অভিনেত্রীকে। 
 

click me!

Recommended Stories