মিশমির (Mishmee Das) প্রেমিক বিশাল ভনকে নিয়ে প্রশ্ন উঠতেই অভিনেত্রী জানিয়েছেন, ও তো সঙ্গে যাচ্ছেই। সকলে মিলেই একসঙ্গে সময় কাটাতে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই মিশমি বলেছেন, বিয়ে তো কোনও খারাপ কাজ নয়, তবে লুকিয়ে কেন করতে যাবে, তবে এখনই বিয়ে করছি না।