আলিয়া বোস নয়, উমাই অভির স্ত্রী, খবরটা প্রচার হতেই নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে উমাকে (Zee Bangla Serial Uma)। বিষয়টা লক্ষ্য করে এবার বৌভাতের অনুষ্ঠান বাতিল করে দিল অভি, স্পষ্টই জানিয়ে দেয়, সামনেই উমার ম্যাচ, এখন সেদিকেই নজর দিতে হবে, অন্য বিষয় মাথা গলানোর মত সময় এখন নেই।