ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতেই বাজিমাত পায়েলের। স্টাইল স্টেটমেন্টে নিজেকে আলাদা জায়গায় নিয়ে গেছেন অভিনেত্রী। স্তনযুগল উন্মুক্ত করে একের পর এক ছবি পোস্ট করে সর্বদাই শিরোনামে রয়েছেন বং বিউটি। বক্ষবিভাজিকাই যেন ফ্যাশন ট্রেন্ড। এবং সেই ট্রেন্ড মেনেই বুক চেরা পোশাকে বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেছেন টলি অভিনেত্রী পায়েল সরকার।
একাধিক প্রেম থেকে লিভ ইন, এখনও ছাদনাতলায় পৌঁছায়নি টলিপাড়ার তন্বী নায়িকা পায়েল সরকার। বয়স যত বাড়ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে তার ভরা যৌবন।
28
রিল থেকেই রিয়েল সবেতেই নেটিজেনদের নজরে রয়েছেন বাঙালি অভিনেত্রী পায়েল সরকার। বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেও লাইমলাইটে থাকেন অভিনেত্রী।
38
বক্ষবিভাজিকাই যেন ফ্যাশন ট্রেন্ড। এবং সেই ট্রেন্ড মেনেই বুক চেরা পোশাকে হট অ্যান্ড সেক্সি লুকে নিজেকে মেলে ধরেছেন টলি অভিনেত্রী পায়েল সরকার।
48
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নো লেক ডিপ কাটের ছবি পোস্ট করে আগুন জ্বালিয়েছেন অভিনেত্রী।
58
পোশাকের উপর দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে স্তনের গোপনাঙ্গ। তবে কি অন্তর্বাস না পরেই ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর হট অবতার দেখতে ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্টে নেটিজেনরা একাধিক নোংরা মন্তব্যও করেছেন।
88
তবে বয়স যাই হোক সাহসী অবতারে নিউকামারদেরও হার মানাচ্ছে টলিপাড়ার বং বিউটি। সদ্যই হইচই-এর 'মিসম্যাচ ৩'- এ তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। খুব শীঘ্রই পায়েলকে ম্যাজিক ছবিতেও দেখা যাবে।