'বক্ষ বিভাজিকা-নিতম্ব'-এর শরীরী উষ্ণতায় নয়, 'আম্মা'র ৯০-এ স্মৃতিতে নস্ট্যালজিক রাইমা

উন্মুক্ত ক্লিভেজই যেন 'ফ্যাশন ট্রেন্ড'।  আর বারেবারে তার প্রমাণ দিয়েছেন টলি কুইন রাইমা সেন। উন্মুক্ত বক্ষ বিভাজিকা, হাই থাই স্লিটের বোল্ড অবতারই যেন রাইমার ফ্যাশন স্টেটমেন্ট। তবে এবার শরীরী উষ্ণতায় নয়, বরং  ৯০-এ স্মৃতির সরণী বেয়ে আম্মার কোলে আদুরে রাইমা নজর কেড়েছেন নেটিজেনদের।
 

Riya Das | Published : Apr 6, 2021 5:50 PM
19
'বক্ষ বিভাজিকা-নিতম্ব'-এর শরীরী উষ্ণতায় নয়,  'আম্মা'র ৯০-এ স্মৃতিতে নস্ট্যালজিক রাইমা

বয়স ৪১ হলেও ছবি দেখে তা বোঝা কঠিন। প্রতিটি ছবিতেই রীতিমতো আগুন জ্বালান টলিপাড়ার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন কন্যা রাইমা সেন। 

29

 খোলা বুকেই হোক কিংবা ব্যাকলেস সবেতেই নেটদুনিয়ায় কাঁপাচ্ছেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি  রাইমা সেন। 

39


নেটদুনিয়ার হট সেনসেশন বাঙালি কন্যা রাইমার শরীরী উষ্ণতায় ভিরমি খান ভক্তরা। 

49

 নেটিজেনরা অনেকে আবার তাকে মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তুলনাও টানেন।

59

 শরীরী আবেদনে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতেও সিদ্ধহস্ত মুনমুন কন্যা ফিরলেন ৯০-এর স্মৃতিচারণায়।

69

আদরের আম্মা (সুচিত্রা সেন) বেঁচে থাকলে আজ ৯০-এ পা দিতেন। সুচিত্রার কোলে উঠে আদুরে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাইমা সেন।

79

দিদার কোলে ছোট্ট রাইমা। প্রাণখোলা হাসিতে দিদুনের সঙ্গে খুনসুটি মজে ছোট্ট রাইমা। খিলখিলিয়ে  হাসি ফুটেছে দিদা-নাতনির মুখে। ছোটবেলার ছবি পোস্ট করেই দিদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আদরের নাতনি রাইমা।

89

সুচিত্রার সেনের ৯০ তম জন্মবার্ষিকীতে রাইমা লিখেছেন, শুভ জন্মদিন আম্মা। তুমি সবসময় আমাদের মনের কাছাকাছি থাকবে।

99

৭ বছর পার, তিনি চলে গিয়েছেন সকলকে ছেড়ে। কিন্তু মহানায়িকার অমলিন স্মৃতি আজও দগদগে টলিপাড়ায়। আজও তিনি সকলের প্রিয় 'মহানায়িকা'।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos