রাইমা জানিয়েছেন, 'টপলেস ফোটোশুটের জন্য নানা কুমন্তব্য আসলেও কোনও সিনেমার চরিত্র পাওয়ার জন্য টপলেস হইনি'।
610
সাক্ষাৎকারে রাইমা বলেন, নিজের ইমেজ নিয়ে একদমই চিন্তিত নই। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কিছু ফোটোশ্যুট করিয়েছিলাম।
710
অভিনেত্রীর মতে, 'আমি যে চরিত্র ডিজার্ভ কর্ সেই চরিত্র অবশ্যই পাবো। এবং আমি নিজের দক্ষতা দিয়ে যে জায়গা তৈরি করেছি ফোটোশুটের জন্য কেউ আমায় টাইপকাস্ট করবে না'।
810
রাইমা আরও বলেছেন, 'আমার মনে হয় না টপলেস ছবির কারণে শুধুমাত্র আমায় বোল্ড ছবির অফার করবেন'।
910
টপলেস হতে তিনি যে একটুও লজ্জা পান না তা সাফ জানিয়ে দিলেন নেটিজেনদের। এবং এর থেকেও আরও বোল্ড ফোটোশ্যুট রয়েছে রাইমার, নিজেই জানিয়েছেন নায়িকা।
1010
সম্প্রতি আম্যাজন প্রাইমের 'দ্য লাস্ট আওয়া'র -এ দেখা গেছে রাইমা সেনকে। এবং খুব শীঘ্রই অনুষ্কা শর্মা প্রযোজিত 'মাই'-তে অভিনয় করতে দেখা যাবে রাইমাকে।