ভক্তদের একজন অঙ্কুশকে বলেছেন, 'তুমি বল ঐন্দ্রিলা ছাড়া তুমি কিছুই নও, ঐন্দ্রিলাই শ্রেষ্ঠ'। ছেড়ে দেওয়ার পাত্র অঙ্কুশ নন। পাল্টা বলেছেন, 'হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তোমার আশপাশে খারাপ কেউ না থাকলে তুমি বুঝবে না তুমি কতটা ভাল। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ'।