ডিসেম্বরেই বাগদান, মনোবিদ বন্ধুকেই বিয়ে করছেন ঋতাভরী, প্রথমবার মুখ খুললেন সংবাদমাধ্যমে

Published : Sep 22, 2021, 10:15 AM ISTUpdated : Sep 22, 2021, 03:31 PM IST

বেশ কিছুদিন বিরতি দিয়ে কাজে ফিরেছেন ঋতাভরী চক্রবর্তী। টলি ইন্ডাস্ট্রির অবেদনময়ী প্রথম সারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একের পর এক সাড়া জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত এই বঙ্গ ললনা। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী। তবে পাত্র কে? এই নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়। চলতি বছরের শেষে বাগদান পর্ব সেরেই নাকি আগামী বছরের শেষে ছাদনাতলায় পৌঁছবেন ঋতাভরী। এবার নিজের বিয়ে নিয়ে প্রথমসারির সংবাদমাধ্যমে মুখ খুললেন ঋতাভরী চক্রবর্তী, চিনে নিন টলি কুইনের হবু বরকে।

PREV
112
ডিসেম্বরেই বাগদান, মনোবিদ বন্ধুকেই বিয়ে করছেন ঋতাভরী, প্রথমবার মুখ খুললেন সংবাদমাধ্যমে

 
সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই ঋতাভরীর (Ritabhari Chakraborty) বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী। তবে পাত্র কে? এই নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়।

212


 চলতি বছরের শেষে বাগদান পর্ব সেরেই নাকি আগামী বছরের শেষে ছাদনাতলায় পৌঁছবেন ঋতাভরী। এবার নিজের বিয়ে নিয়ে প্রথমসারির সংবাদমাধ্যমে মুখ খুললেন ঋতাভরী চক্রবর্তী।। 

312

কখনও ছাপোষা বাঙালি তো কখনও গৃহবধু, আবার কখনও উষ্ণ আবেদনে নিজেকে সর্বদাইমাতিয়ে রাখেন অভিনেত্রী। তবে এবার কোনও উষ্ণ আবেদনে নয় বিয়ে নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

412

প্রথম সারির সংবাদমাধ্যমে ঋতাভরী জানিয়েছেন,  যেই সময়টায় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে কাটিয়েছি, তখন আমার পাশে কাউকে দরকার ছিল। এবং আমার আগের বয়ফ্রেন্ড মুম্বইতে থাকত। ও পাশে থাকলেও শারীরিক ভাবে উপস্থিত ছিল না,যেটা সে সময়ে খুব প্রয়োজন ছিল।
 

512

ঋতাভরী আরও জানিয়েছেন, চলতি বছরের শুরুতেই ওর ক্লিনিক উদ্বোধনে গিয়েছিলাম। তখন ওরও বান্ধবী ছিল। আমরা প্রথম থেকেই খুব ভাল বন্ধু ছিলাম। তবে বাঙালি ছেলেকে ডেট করার আলাদা মজা আছে।

612

কফি ডেট থেকে ডিনার ডেট এসব কিছুই হয়নি। তবে  যখন ওকে ভাল করে চিনতে শুরু করি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পর আমরা কাছাকাছি আসতে শুরু করি। ধীরে ধীরে  অনুভব করি, আমি কারোর উপরে নির্ভর করতে পারি, জানিয়েছেন ঋতাভরী।

712

 চলতি বছরের শেষে বাগদান পর্ব সেরেই নাকি আগামী বছরের শেষে ছাদনাতলায় পৌঁছবেন ঋতাভরী। ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের গলাতেই মালা দিতে চলেছেন ঋতাভরী। 

812

ওর পরিবারের সকলেই ডাক্তার। পেশায় মনোবিদ তথাগত। আলাপও খুব বেশিদিনের নয়। সমাজসেবার সঙ্গেও যুক্ত দীর্ঘদিন ধরে। তবে বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন আলাদা থাকতে চান অভিনেত্রী। তাই চলতি বছরে ডিসেম্বরে এনগেজমেন্ট সেরে আমরা একসঙ্গে থাকব এই বাড়িতে। তার পরের বছর জাঁকজমক করে বিয়েটা করব।

912

নিজের বিয়ে নিয়ে ঋতাভরী বলেন, বিয়ের খবরটা ভুল ছিল না। বিয়ের পর অবশ্য সল্টলেকেই নতুন একটা বাড়িতে থাকব। যেট দুজনের বাড়ি থেকেই কাছে হবে। জীবনের পরের পদক্ষেপটা খুব শীঘ্রই নিতে চান ঋতাভরী।
 

1012

এনগেজমেন্ট নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে ঋতাভরীর। হবু বরের আংটিটার ভিতরে একটা মেসেজ লেখা থাকবে। এরপর যখন বিদেশে যাবো, তখনই আংটিটা তৈরি করিয়ে আনব। তবে খুব বড় অনুষ্ঠান করব না, কাছের লোকেদের নিয়েই বাগদান সারবেন ঋতাভরী।

1112

একাধিকবার ঋতাভরীর মুখে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা শোনা গেছে। পাশাপাশি বেড়াতে যেতেও ভালবাসেন নায়িকা। তবে কি কলকাতা ছেড়ে সুদূরে গিয়ে কি ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান রয়েছে নায়িকার, এখন সেটাই দেখার।
 

1212

চলতি বছরের পুজো-তেই মুক্তি পাচ্ছে 'এফআইআর'। এছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবিও রয়েছে। 'মায়া মৃগয়া' নামে আরও একটি ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী। সব মিলিয়ে বেশ কয়েকটি ছবি রয়েছে ঋতাভরীর ঝুলিতে।
 

click me!

Recommended Stories