আর কত চাই শ্রাবন্তীর, তৃতীয় স্বামী রোশনের থেকে প্রতি মাসে লাখ টাকা খোরপোষ দাবি টলি নায়িকার

এবার কাগজে কলমে তৃতীয় বিয়ে পুরোপুরি ভাঙতে চাইছেন শ্রাবন্তী। সূত্রের খবর, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, এবার রোশনের কাছ থেকে ভরণপোষণের টাকাও দাবি করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে ডিভোর্সের মামলার মধ্যেই  খোরপোষের অঙ্কটা শুনলে  চমকে যাবেন। তৃতীয় স্বামী রোশনের কাছ থেকে প্রতি মাসে ঠিক কতটা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী,জানলে চোখ কপালে উঠবে।

Riya Das | Published : Oct 21, 2021 8:50 AM / Updated: Oct 21 2021, 09:17 AM IST
19
আর কত চাই শ্রাবন্তীর, তৃতীয় স্বামী রোশনের থেকে প্রতি মাসে লাখ টাকা খোরপোষ দাবি টলি নায়িকার

এবার কাগজে কলমে তৃতীয় বিয়ে পুরোপুরি ভাঙতে চাইছেন শ্রাবন্তী। সূত্রের খবর, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন অভিনেত্রী। নতুন সম্পর্কের জন্যই কি পাকাপাকি তৃতীয় বিয়ে থেকে মুক্তি চাইছেন, বাড়ছে জল্পনা।

29

এখনও পর্যন্ত খাতায়-কলমে বিবাহবিচ্ছেদ না হলেও গত ৯ মাস ধরে  তৃতীয় স্বামী রোশনের সঙ্গে  আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।
 

39


শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সমস্ত তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে চান রোশন সিং। কিন্তু শ্রাবন্তী যে কোনওভাবেই থাকতে চান না তা জানিয়ে দিয়েছেন। আর দেরি নয়, এবার পাকাপাকিভাবে কাগজে কলমে তিন নম্বর বিয়ের পাট চুটিয়ে ফেলতে চাইছেন শ্রাবন্তী।

49

বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে শ্রাবন্তীর ডিভোর্স-এর মামলার কথা। তবে এবার যে তথ্য সকলের সামনে এসেছে তা চমকে যাওয়ার মতোই। সূত্র বলছে ডিভোর্সের মামলা করেই ক্ষান্ত হননি অভিনেত্রী, এবার রোশনের কাছ থেকে খোরপোশ বাবদও কিছু  টাকার দাবি করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
 

59


 ডিভোর্সের মামলার মধ্যেই  খোরপোষের অঙ্কটা শুনলে  চমকে যাবেন। তৃতীয় স্বামী রোশনের কাছ থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী।

69


 ডিভোর্সের মামলার মধ্যেই  খোরপোষের অঙ্কটা শুনলে  চমকে যাবেন। তৃতীয় স্বামী রোশনের কাছ থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী।

79

ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ীা  রোশনের কাছ থেকে ভরণপোষণের জন্য টাকার দাবি করেছেন শ্রাবন্তী।  যদিও রোশনের দাবি, এই সংক্রান্ত কোনও কাগজ তিনি পাননি। তিনি এই বিষয় নিয়ে মুখ খুলতেই চান না।

89

ডিভোর্সের মামলার পাশাপাশি রোশনের বিরুদ্ধে নানা অভিযোগও করেছেন শ্রাবন্তী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোশনের সঙ্গে তিনি আর সংসার করতে চান না। ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

99

ডিভোর্সের মামলার পাশাপাশি রোশনের বিরুদ্ধে নানা অভিযোগও করেছেন শ্রাবন্তী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোশনের সঙ্গে তিনি আর সংসার করতে চান না। ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos