চরম ঘনিষ্ঠ আলিঙ্গন ছেড়ে শহর ছাড়লেন ঝিনুক, কাকে নিয়ে পাহাড়ের কোলে অন্তরঙ্গতায় শ্রাবন্তী পুত্র

Published : Mar 19, 2021, 10:33 AM IST

২০২১ এর শুরুতেই নিজের প্রেমের কথা স্বীকার করেছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়।  দীর্ঘ ৩ বছর ধরে চুপিসারে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। অন্যদিকে সদ্য বিজেপিতে নাম লিখিয়েছেন টলি তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভোট প্রচারে আপাতত ব্যস্ত অভিনেত্রী। এর মধ্যেই আচমকাই শহর ছাড়লেন শ্রাবন্তী পুত্র। পাহাড়ের কোলে বরফের মাঝে অন্তরঙ্গতায় ডুব দিয়েছেন ঝিনুক, তবে কার সঙ্গে ট্রেকিংয়ে ব্যস্ত অভিমন্যু তা এখনও স্পষ্ট নয়।  

PREV
110
চরম ঘনিষ্ঠ আলিঙ্গন ছেড়ে শহর ছাড়লেন ঝিনুক, কাকে নিয়ে পাহাড়ের কোলে অন্তরঙ্গতায় শ্রাবন্তী পুত্র

২০২১ এর শুরুতেই ফের নেটিজেনদের নজরে শ্রাবন্তী চ্যাটার্জি। তবে এবার শুধু শ্রাবন্তী নয়, ছেলে অভিমন্যুও নেটিজেনদের নজরে রয়েছেন।

210

মা-ছেলেকে নিয়ে সবসময়েই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন জানার জন্য সবসময়েই মুখিয়ে রয়েছে দর্শকরা। 

310


নতুন বছরের শুরুতেই নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। এবং সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

410

সদ্যই বিজেপিতে নাম লিখিয়েছেন টলি তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভোট প্রচারে আপাতত ব্যস্ত অভিনেত্রী। এর মধ্যেই আচমকাই শহর ছাড়লেন শ্রাবন্তী পুত্র। 

510

কোথায় গেলেন অভিমন্যু। সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে বরফের মাঝে অন্তরঙ্গতায় ডুব দিয়েছেন ঝিনুক।। 

610

উত্তরাখন্ডে ট্রেকিংয়ে ব্যস্ত অভিমন্যু। সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করেছেন ঝিনুক। তবে কার সঙ্গে ট্রেকিংয়ে ব্যস্ত অভিমন্যু তা এখনও স্পষ্ট নয়।
 

710

ছেলের ছবি পোস্ট করতেই মা শ্রাবন্তী কমেন্টে জানিয়েছেন আমার রাজা। ছবির কমেন্টেই মা-ছেলের ভালবাসা প্রকাশ্যে এসেছে।

810

তবে অভিমন্যুর এই ছবিতেই অশ্লীল মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই। মা ও ছেলেকে নিয়ে নোংরা কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

910

নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ। ছোট্ট ঝিনুক ৩ বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন এই  মডেলের সঙ্গে। তার শরীরী জাদুতেই কাত নেটিজেনরা।

1010


চুম্বন থেকে ঘনিষ্ঠতা নিয়ে বারেবারে শিরোনামে উঠে আসছেন শ্রাবন্তীর ছেলে। ছেলের সম্পর্ক নিয়েও একবারেই রক্ষণশীল নন মা শ্রাবন্তী।  অভিনেত্রী জানিয়েছেন, 'এই বয়সে তো এইরকম হবেই। প্রেমের বয়স প্রেম করছে তাতে আপত্তি করার কি রয়েছে'।

click me!

Recommended Stories