সর্বনাশ, অষ্টমবার বিয়ের পিঁড়িতে স্বস্তিকা, চাঞ্চল্যকর তথ্যে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

টলিপাড়ায় বিয়ের মরশুম। একের পর এক তারকারা গাটছড়া বাঁধছেন। রিয়েল লাইফের মতোই রিল লাইফের জমে উঠেছে বিয়ের মরশুম। 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত দ্বিতীয়বার বিয়ে করলেন কর্ণকে থুড়ি দ্বিতীয়বার নয়, অষ্টমবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী স্বস্তিকা। নিজেই একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। চাঞ্চল্যকর তথ্য ঘিরে শোরগোল নেটদুনিয়ায়।
 

Riya Das | undefined | Published : Jan 29, 2021 10:54 AM
18
সর্বনাশ, অষ্টমবার বিয়ের পিঁড়িতে স্বস্তিকা,  চাঞ্চল্যকর তথ্যে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

রিয়েল লাইফের মতোই রিল লাইফের জমে উঠেছে বিয়ের মরশুম। নতুন করে ফের বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

28

রিয়েল লাইফের মতোই রিল লাইফের জমে উঠেছে বিয়ের মরশুম। নতুন করে ফের বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

38

'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত দ্বিতীয়বার বিয়ে করলেন কর্ণকে থুড়ি দ্বিতীয়বার নয়, অষ্টমবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী স্বস্তিকা। 

48


নিজেই একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী।  ভক্তদের মধ্যে নিজের বিয়ের ছবি শেয়ার করে স্বস্তিকা জানিয়েছেন,  অষ্টম তম বিয়ে, স্বস্তিকার ক্যামেরার সামনে। তবে রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে ক্যামেরার সামনে অষ্টম বার বিয়ে করলেন স্বস্তিকা। এবং অভিনয়ের জন্যই তেমনটা করতে হয়েছে অভিনেত্রীকে।
 

58

লাল টুকটুকে বেনারসীতে বাঙালি নববধূর সাজে স্বস্তিকাকে দেখা গেছে। মুহূর্তের মধ্যে নববধূকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের।

68

চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রতিনিয়ত লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেছেন স্বস্তিকা।

78

দ্বিতীয়বার বিবাহের পরে স্বস্তিকার জীবনে নতুন কী টুইস্ট আসতে চলেছে, তার অপেক্ষায় দর্শক।

88


 রিল লাইফে কর্ণের  প্রতি ভালবাসায় মোহিত থাকলেও রিল লাইফে রাধিকার জীবনে রয়েছে অন্য এক পুরুষ। পর্দার রাধিকার প্রেম জমে উঠেছে বাস্তবেও। ভালবাসার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ার অলিতে -গলিতে। টলিপাড়ার পরিচিত মুখ শোভন গাঙ্গুলির সঙ্গে ভালবাসার বন্ধনে বাঁধা পড়েছেন স্বস্তিকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos