সদ্যই মা হয়েছেন নুসরত জাহান। মা হওয়ার পরই কাজে ফিরেছেন নুসরত। শুধু তাই নয়, শরীরে নেই বেবিফ্যাট, চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত। পুজোর আগে বিভিন্ন রকম ফোটোশ্যুট নিয়ে ব্যস্ত নুসরত জাহান। ইতিমধ্যেই নতুন ছবির শুটিংও শুরু করে দিয়েছেন টলিপাড়ার নতুন মা। দুধের শিশুরে ঘরে ফেলে কীভাবে শুটিং সারছেন নুসরত। এই নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নুসরত জাহান। তবে মা হিসেবে কতটা প্রোটেক্টিভ নুসরত, জানলে চমকে যাবেন।
কন্ট্রোভার্সি যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) । টলিউডের অলিতে-গলিতে এখন একটাই কিসসা। নুসরত জাহান ও যশ দাশগুপ্তের প্যারেন্টহুড।
211
টলিপাড়ার এই লাভবার্ডসই এখন টক অফ দ্য টাউন। একটা চর্চা বন্ধ না হতেই নতুন জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই কলকাতার পুরসভার ওয়েবসাইটে (Nusrat Jahan) নুসরতের ছেলে ঈশানের (Yishaan) পিতৃপরিচয় ফাঁস হয়েছে।
311
যশ-ই যে তার সন্তানের বাবা তা নিয়ে রীতিমতো চর্চার শেষ নেই । একে অপরকে সর্বদাই আগলে রেখেছেন এই যুগল। মা হওয়ার পর থেকেই প্রেম যেন দ্বিগুন বেড়েছে। খুল্লামখুল্লা রোম্যান্স যেন প্রকাশ্যেই ধরা পড়ছে।
411
মা হওয়ার পরই কাজে ফিরেছেন নুসরত। শুধু তাই নয়, শরীরে নেই বেবিফ্যাট, চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত। পুজোর আগে বিভিন্ন রকম ফোটোশ্যুট নিয়ে ব্যস্ত নুসরত জাহান।
511
ইতিমধ্যেই গত ১ লা অক্টোবর থেকেই নতুন ছবি জয় কালী কলকাত্তাওয়ালির শুটিংও শুরু করে দিয়েছেন টলিপাড়ার নতুন মা। দুধের শিশুরে ঘরে ফেলে কীভাবে শুটিং সারছেন নুসরত। এই নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নুসরত জাহান।
611
নেটিজেনদের সমালোচনাকে তুড়ি মেড়ে নুসরত জানিয়েছেন, বৃহত্তর পরিবার রয়েছে তার, এবং সকলের স্বার্থেই কাজে ফিরেছেন নুসরত জাহান।
711
তবে মা হওয়ার পর খুব কম সময়ের জন্য শুটিং সারছেন নুসরত। কারণ ছেলেকে সামলানোর তাড়া রয়েছে অভিনেত্রীর। শুধু তাই নয়, মা হিসেবে কতটা প্রোটেক্টিভ নুসরত জানালেই নিজেই।
811
এই মুহূর্তে ঈশানের চেয়ে বেশি মূল্যবান আর কিছুই নেই তার জীবনে, তা নিজেই জানিয়ে দিলেন নুসরত জাহান। নিজের মজাদার ছবি শেয়ার করে এও বুঝিয়ে দিলেন এই মুহূর্তে কাউকে তিনি ঈশানের গায়ে হাত দিতে দিচ্ছে না।
911
ছোট্ট একরত্তিকে আদর, স্নেহ কিছুই করতে দিচ্ছেন না নুসরত জাহান। এমনকী ছেলেকে সামলানোর জন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তিনি খারিজ করে দিচ্ছেন। তবে শুধুমাত্র বাবা যশের ছাড় নিশ্চয় আছে বলে মনে করছেন নেটিজেনরা।
1011
ঘনিষ্ঠমহল সূত্রে জানা যাচ্ছে, বাড়িতে খুব বেশি কাউকে আমন্ত্রণ জানাচ্ছেন না নুসরত। এমনকী কেউ বাড়িতে গেলেও ঈশানের দর্শন পাওয়া যাচ্ছে না।
1111
নুসরত আরও জানিয়েছেন, কাজে ফেরার পর অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু আমি রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। আমি একদিনে যেমন অভিনেত্রী তেমনই একজন মা, আবার একজন জনপ্রতিনিধি, সবকিছু সামলানো খুবই কঠিন।