কন্ট্রোভার্সি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। নুসরত জাহান এবং নিখিল জৈনকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গত কয়েকমাস ধরেই নুসরত এবং বিতর্ক যেন সমার্থক শব্দ। একদিকে নিখিলের সঙ্গে বিয়েকে অবৈধ বলেই মানেন নুসরত। অন্যদিকে যশের সঙ্গে সহবাস, সদ্য পুত্রসন্তানের জন্ম দেওয়া, বাবার পরিচয় সব মিলিয়ে একাধিক বিতর্ক সাংসদ অভিনেত্রীকে ঘিরে। তবে নিখিলের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে একাধিক বিতর্কের মধ্যেই এবার উভয়কামীতা নিয়ে প্রশ্ন উঠল নিখিলের উপর। নিখিল নাকি উভয়কামী, এই খবর জানতে পেরেই জল্পনা উড়িয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন সাংসদ অভিনেত্রীর স্বামী নিখিল জৈন।