রবিবারের রাতে জমজমাটি 'দাদাগিরি', মনামি থেকে মীর, থাকছে নানা চমক

Published : Sep 09, 2020, 07:06 PM IST

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির গ্র্যান্ড ফিনালে নিয়ে সকলের উত্তেজনা তুঙ্গে। দাদাগিরির মঞ্চ মানেই টানটান উত্তেজনা। 'দাদা' সঞ্চালনা, গুগলি রাউন্ড, বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগী। সবই দর্শকদের আবেগ জুড়ে রয়েছে। এই সিজনটি শেষের দিকে এগিয়ে আসছে ক্রমশ। শীঘ্রই সম্প্রচারিত হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালের পর্ব। থাকছে বিভিন্ন চমক। কমেডি, গান, অভিনয়ের মিলমিশে তৈরি হবে জমজমাটি ফিনালে। 

PREV
112
রবিবারের রাতে জমজমাটি 'দাদাগিরি', মনামি থেকে মীর, থাকছে নানা চমক

পাঁচটি জেলাকে সমর্থন করতে দেখা যাবে গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক তারকা, সঙ্গীতশিল্পী এবং অভিনেতা অভিনেত্রীদের। 

212

ফিনালে পর্বে ইন্টারনেট সেনসেশন মনামি ঘোষের কিছু ঝলক এল প্রকাশ্যে। লাল রঙের পোশাকে সেজে উঠেছেন মনামি। 

312

অন্যদিকে বিশেষ পর্বের হাস্যরস বজায় রাখতে দেখা যাবে মীরকে। আশা করা যাচ্ছে তাঁর 'ব্যান্ডেজ'র গানও শোনা যাবে। 

412

দিনবদলের দাদাগিরিতে থাকবে আরও চমক। অনুপম রায়ের গানেও মাতবে দর্শকমহল। 

512

থাকছে চন্দ্রবিন্দুও। বাঙালি সঙ্গীতপ্রেমী বিশেষত বাংলা ব্যান্ডের ভক্তরা উপভোগ করবে চন্দ্রবিন্দুর গান। 

612

বিশ্বনাথ এবং কাঞ্চন মল্লিকের খনিকের কমেডিও ভরাবে দর্শকের মন। যা এক সময় কমেডির অনুষ্ঠানে দেখা যেত তা এবার দেখা যাবে দাদাগিরির মঞ্চে। 

712

ইমনের গানও থাকছে বিশেষ চমক। থাকবেন সোমলতা, রূপঙ্ক বাগচীর গানও। 

812

ইমনের গানও থাকছে বিশেষ চমক। থাকবেন সোমলতা, রূপঙ্ক বাগচীর গানও। 

912

দাদাগিরির এই আনন্দ, ঠাট্টা, খেলার মেজাজেই থাকবে দিনবদলের কথা।

1012

করোনা আবহে কীভাবে বদলেছে চারপাশ। সে নিয়েও সৌরভের সঙ্গে থাকবে আলোচনা। 

1112

আগামী ১৩ ই সেপ্টেম্বর, রবিবার জি বাংলা ঠিক রাত আটটায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে। 

1212

সৌরভ ভক্ত থেকে শুরু করে বিনোদনপ্রেমীরা এ দিন প্রস্তুত থাকবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালের জন্য।      

click me!

Recommended Stories