আগমনীর সুরে মহাপঞ্চমীতে জমজমাত ডান্স বাংলা ডান্সের মঞ্চ, তারই কয়েক ঝলক আপনাদের জন্য

Published : Oct 11, 2021, 04:55 PM IST

পঞ্চমীর রাতে জমে গেল সেলিব্রেশন। জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে ঝড় তোলা পারফর্ম। সঙ্গে একগুচ্ছ সেলেবদের উপস্থিতি। সব মিলিয়ে পুজোর শুরুতেই জমিয়ে রিয়ালিটি শো দর্শকদের ড্রইংরুম সরগরম করে তুলল। 

PREV
19
আগমনীর সুরে মহাপঞ্চমীতে জমজমাত ডান্স বাংলা ডান্সের মঞ্চ, তারই কয়েক ঝলক আপনাদের জন্য

জি বাংলার সবথেকে বড় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স। বর্তমানে টিআরপি দৌড়ে সকলের নজর কাড়ছে। তিন বিচারক সঙ্গে দুই সঞ্চালক। 

29

পঞ্চমীর রাতে তাই জমিয়ে অনুষ্ঠান হল রিয়ালিটি শো-এর মঞ্চে। এদিন উপস্থিত ছিলেন তনুশ্রী চক্রবর্তী ও ঋতাভরী চক্রবর্তী। 

39

এদিন সেটেই দূর্গা প্রতিমার দর্শন মিলল। গ্যান্ড সেলিব্রেশনে আসল ঘট, সঙ্গে বাজল ঢাক। তার তাল তাল মেলালেন সকলেই। 

49

সাবেকি পোশাকে এদিন সকলেই ছিলেন নজর কাড়া। কাঁধে ডাক তুলে নিয়ে তা দিব্যি বাজিয়ে সকলের নজর কাড়লেন অঙ্কুশ। 

59

যতটা ছিল আয়োজন, ঠিক ততটাই অসাধারণ পারফর্ম করলেন  বিভিন্ন প্রতিযোগীরা। মা দূর্গা লুকো ধরা দিলেন মেঘা। 

69

এই সপ্তাহেও সৌরভ ও মেঘা জুটি সকলের নজর কাড়ল। তাঁদের নাচ শেষ হতেই সকলে উঠে দাঁড়িয়ে সাধুবাদ জানালো। প্রশংসা করলেন জিৎ শুভশ্রীসহ বাকিরা। 

79

বাকিরাও ছিলেন নজর কাড়া। এখন ধীরে ধীরে এই অনুষ্ঠান যে পর্যায় পৌঁছে গিয়েছে, সেই পরিস্থিতিতে কড়া টক্করে সামিল সকলেই। 

89

তবে পুজোর শুরুতে যেভাবে গ্র্যান্ড সেলিব্রেশনে মাতল এই মঞ্চ তাতে মুগ্ধ সকলেই। আর তাই সেই সেট থেকেই রইল কিছু ছবি।

99

এখন দেখার পুজো শেষে কোন নয়া চমক অপেক্ষায় জি বাংলার পর্দায়। ডান্স বাংলা ডান্স মঞ্চে কোন জুটি এবার সকলের নজর কাড়ে। 

click me!

Recommended Stories