কয়েকদিন ধরেই দেব (Dev) বা রুক্মিনীর (Rukmini Maitra) সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে উত্তর মেরুর অনবদ্য ছবি। এবার সেই বরফে ঢাকা সফর থেকেই ননিত্য নতুন ছবি তুলে চলেছেন অভিনেতা-সাংসদ দেব। ১০০০ বছরের পুরোনো বরফ গুহা থেকে ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন দেব।