বিয়ের এক মাসের মধ্যেই দেবলীনা-গৌরবের মধ্যে 'দূরত্ব', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় এখন আর জনপ্রিয় সেলেব কাপল নন, এখন তাঁদের পরিচয় জনপ্রিয় সেলেব দম্পতি। গত বছর শেষের দিকে বিয়ে হওয়ার পর থেকেই তাঁরা যেন আরও ভাইরাল হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তাঁদের বৈবাহিক জীবন নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। যদিও গৌরব এবং দেবলীনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তেমন পরিবর্তন আসেনি। 

Adrika Das | Published : Jan 24, 2021 2:17 PM IST
110
বিয়ের এক মাসের মধ্যেই দেবলীনা-গৌরবের মধ্যে 'দূরত্ব', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

আগে যেমন তাঁরা একে অপরকে নিয়ে নানা ছবি, ভিডিও পোস্ট করতেন। এখনও তাই করেন। 

210

নিজেদের আলাদা আলাদা পোস্টও রয়েছে সেখানে। বিয়ের পর কিছুই বদলায়না, তা বুঝিয়ে দিলেন দেবলীনা এবং গৌরব। 

310

স্বামী হোক বা স্ত্রী, তাদের সম্পর্ক বিয়ের পরও একই রকমের অটুট থেকে যায়। 

410

স্বামী হোক বা স্ত্রী, তাদের সম্পর্ক বিয়ের পরও একই রকমের অটুট থেকে যায়। 

510

করোনা আবহে প্রেক্ষাগৃহের দরজা খুলে গিয়েছে ঠিকই তবে রয়েছে নতুন বিধিনিষেধ। 

610

পঞ্চাশ শতাংশ সিটিং নিয়েই খুলতে হয়েছে প্রতিটি সিনেমা হল, মাল্টিপ্লেক্স। ছবি দেখতে গিয়েই তৈরি হল দূরত্ব। 

710

মাঝের একটি করে সিট ফাঁকা রেখেই বসতে হচ্ছে দর্শকদের। তেমই গৌরব এবং দেবলীনা মাল্টিপ্লেক্সে একে অপরের থেকে এক সিটের দূরত্বে বসেছেন। 

810

সেভাবেই বসে সেলফি তুলেছেন দেবলীনা। মাস্ক মুখে রেখেই সেলফি উঠল তাঁদের। 

910

ক্যাপশনে লেখা, "ও আমার স্বামী হলেও আমাদের সামাজিক দূরত্ব মেনে চলা উচিত।"

1010

করোনা রুখতে সামাজিক দূরত্বই আসল। গৌরবের সঙ্গে দেবলীনার এই ধরণের পোস্টের জন্যই অপেক্ষা করে বসে থাকে ভক্তমহল।  

Share this Photo Gallery
click me!

Latest Videos