জীবন পার্ফেক্ট নাই হতে পারে কিন্তু বিকিনি, অন্তর্বাস লুক নিয়ে কী মন্তব্য করলেন দেবলীনা

টলিউডের এখন অন্যতম জুটি দেবলীনা-গৌরব, এক কথায় বলতে গেলে এই জুটিকে নিয়ে সর্বদাই সকলের উত্তেজনার পারদ থাাকে তুঙ্গে। সদ্য এক বড় সিদ্ধান্তও নিলেন তাঁরা। তবে তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় নয়া ঝড় তুললেন দেবলীনা। 

Jayita Chandra | Published : Sep 21, 2021 4:07 PM
19
জীবন পার্ফেক্ট নাই হতে পারে কিন্তু বিকিনি, অন্তর্বাস লুক নিয়ে কী মন্তব্য করলেন দেবলীনা

দেবলীনা সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয়। বর্তমানে তিনি এক রিয়ালিটি শো-এর মেন্টার হয়েছেন। সেখান থেকেও বাড়ছে ভক্তদের সঙ্গে সম্পর্ক। 

29

এবার সব ভুলে দেবলীনা কেবলই নিজের ফিগারে নজর দিলেন। মাঝে মধ্যেই তাঁকে হট পোশাক বা ভাইরাল লুকে দেখা যায়। যা নিয়ে রীতিমত সমালোচনা হয়ে থাকে। 

39

তবে তিনি নিজে আত্মবিশ্বাসী তাঁর লুক, ফিগার ও পোশাক নির্বাচন নিয়ে। আর তাই প্রকাশ্যেই নিজের ফিগারের প্রশংসা করে বসলেন তিনি। 

49

নিজের ছবি শেয়ার করে সকলকে তাকলাগিয়ে কড়া ভাষায় কমেন্ট করলেন দেবলিনা, যা মুহূর্তে সকলের নজর কাড়ে, ও হয়ে ওঠে ভাইরাল। 

59

লেখেন, জীবন পার্ফেক্ট নাই হতে পারে, কিন্তু আপনার বিকিনি লুক, তা তো পার্ফেক্ট হতেই পারে, ঠিক যেমন দেবলীনার। একাধিক ছবি পোস্ট করে তুললেন ঝড়।

69

বরাবরই তিনি সমাবোচনা এড়িয়ে যান, খুব একটা ট্রোলে সাড়া তিনি দিয়ে থাতেন না, এবারও তিনি গায়ে মাখলেন না, বরং প্রমাণ করলেন তাঁর লুকের জাদু। 

79

সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন টলিউডের এই জুটিষ । বেন ফিসটা নিলের নিজার হাতে। একতদিন সম্পকরে ছিল এক, বর্তমানে বেড়ে তা দাঁড়ালো  মালিকানা, থাকছে এবার পুজোর নয় স্বাদ। 

89

নিজের ছবি শেয়ার করে সকলকে তাকলাগিয়ে কড়া ভাষায় কমেন্ট করলেন দেবলিনা, যা মুহূর্তে সকলের নজর কাড়ে, ও হয়ে ওঠে ভাইরাল। 

99

পুজোর আগেই দিলেন তাঁরাা সুখবর, আসতে চলেছে নতুন রেস্তোরাঁ, ঝড়ের বেগে হয়ে ওঠে ভাইরাল, যদিও দেবলীনার এই প্রথম নয়, মাঝে মধ্যেই তিনি অনবদ্য ফোটোশ্যুটে ধরা দিয়েছেন।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos