নতুন বছরে নতুন চমক দিতিপ্রিয়ার, প্রথম Story-তেই রইল 'রাসমণি'র সারপ্রাইজ

২০২০-কে বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশ্ববাসী। কোথাও যেন অভিশপ্ত বছর হিসেবে মেনে নেওয়া হয়েছিল ২০২০-কে। অসংখ্য মৃত্যুমিছিল দেখেছে গত বছর। সমস্ত খারাপ খবরের রেশ কাটিয়ে নুতন পথে হাঁটতে চলেছে সকলে। এরই মধ্যে ফ্রেশ স্টার্ট নিয়ে ফেলেছেন বাংলা টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল নতুনত্যের ছোঁয়া। নতুন লুক, নতুন আশা, নতুন ভাইবস নিয়ে হাদির দিতিপ্রিয়া। 

Adrika Das | Published : Jan 2, 2021 5:46 AM IST
18
নতুন বছরে নতুন চমক দিতিপ্রিয়ার, প্রথম Story-তেই রইল 'রাসমণি'র সারপ্রাইজ

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দিতিপ্রিয়া। নিত্যদিন শ্যুটিংয়ের আপডেট তেমন দেন না তিনি। 

28

বরং অফস্ক্রিনে তাঁর জীবনটা কেমন, তাই বারে বারে তুলে ধরার চেষ্টা করেন দিতিপ্রিয়া। 

38

এবারও তাই করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের নতুন আপডেট নিয়ে তাক লাগালেন অভিনেত্রী।

48

নতুন বছর মানেই ফ্রেশ স্টার্ট। যার জেরে ২০২১-এর প্রথমদিনই নতুন লুকে হাজির হলেন দিতিপ্রিয়া। 
 

58

নীল রঙের লং ড্রেস পরে আয়নার সামনে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। হেয়ারস্টাইলেও এসেছে বদল। 

68

বছরের প্রথম ইনস্টা স্টোরি পোস্ট করে মুগ্ধ করলেন অনুরাগীদের। ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দিতিপ্রিয়া। 
 

78

আয়নার সামনেই চলছে পোজিং সঙ্গে সেলফি ও সেলফি ভিডিও। গানের সঙ্গে সঙ্গেও হালকা কোমর দুলিয়েছেন তিনি। 

88

২০২১-এর শুরুতেই চমক দিয়ে দিতিপ্রিয়া খুশি করলেন নিজের ভক্তদের। অনস্ক্রিনেও দিতিপ্রিয়ার ধারাবাহিক 'রাণী রাসমণি'তে আসছে নতুন চমক।    

Share this Photo Gallery
click me!

Latest Videos