'যার প্রয়োজন নেই তাকে জীবন থেকে বাদ দিয়ে দাও', হঠাৎ কেন এই মানসিকতা দিতিপ্রিয়ার

Published : Dec 23, 2020, 07:19 PM ISTUpdated : Dec 23, 2020, 07:21 PM IST

বাংলা টেলিজগতে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম রাণী রাসমণি। গত তিন বছর ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচ সেরা ধারাবাহিকের মধ্যে এই ধারাবাহিকটি নিজের জায়গা ধরে রেখেছে। ধারাবাহিকটির কাহিনির পাশাপাশি তা অনেকটাই সম্ভব হয়েছে প্রধান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জন্য। তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এই ধারাবাহিকের হাত ধরে। আজ তাঁকে দিতিপ্রিয়া কম, রাসমণি হিসেবেই চেনে একাধিক মানুষ।

PREV
19
'যার প্রয়োজন নেই তাকে জীবন থেকে বাদ দিয়ে দাও', হঠাৎ কেন এই মানসিকতা দিতিপ্রিয়ার

দিতিপ্রিয়ার জনপ্রিয়তা নিয়ে অবশ্যই কোনও দ্বিমত নেই। এই বয়সে এই জনপ্রিয়তা সাধারণত খুব কম সংখ্যক মানুষের পক্ষেই লাভ করা সম্ভব হয়। 

29

সেই তালিকায় জ্বলজ্বল করছে দিতিপ্রিয়ার নাম। সেই জনপ্রিয়তার জেরেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জমতে থাকে ভিড়।

39

তাঁর নিত্যদিনের আপডেট পেতেই সেখানে ভিড় জমায় সাধারণ মানুষ। তবে আপডেটের চেয়ে ঢের বেশি অ্যাস্থেটিক নিয়ে পোস্ট করেন। । 

49

সেই ছক ভেঙে মাঝে মধ্যেই নিজের নিত্যনতুন ছবি পোস্ট করেন দিতিপ্রিয়া। শাড়ি পরে বঙ্গনারীর মত সেজে ওঠেন তিনি। 

59

যদিও দিতিপ্রিয়ার অফস্ক্রিন শাড়ি লুক এবং অনস্ক্রিন শাড়ি লুকের মধ্যে আকাশ পাতাল তফাত। এবার সেই শাড়ি লুক ছেড়ে ফের ব্যাক টু বেসিকস। 

69

টম বয়ইশ সাজ পোশাকে দেখা যায় তাঁকে সর্বদা। বয়েজ কাট চুলেই দিতিপ্রিয়া সাধারণত সাবলিল। 

79

ভারতীয় পোশাকে তাঁকে দেখা গেলেও টম বয়ইশ হেয়ারকাটেই নিজেকে মেলে ধরেন একেবারে অন্য রূপে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, 'যার প্রয়োজন নেই তা জীবন থেকে বাদ দিয়ে দাও'।

89

সেই রূপের পাশাপাশি একেবারে লেডি লাইক অবতারেও চমক দিতে থাকেন দিতিপ্রিয়া রায়। এবারও ক্যাজুয়াল কর্পোরেট লুকে ধরা দিলেন। 

99

সাদা টিশার্ট এবং কালো জ্যাকেট সঙ্গে কালো স্কার্ট। দিতিপ্রিয়ার শান্ত দৃষ্টি পাগল করে দিচ্ছে আট থেকে আশিকে। এই রূপেই তিনি ভোলাচ্ছেন নিজের ভক্তদের।  

click me!

Recommended Stories