তনুশ্রী বলেন, করোনা পরিস্থিতিতে দেখা করা সম্ভব হবে কি না তা সত্যিই অনিশ্চিত। তবে ফোনে প্রচুর আড্ডা হবে, এবং তোর হাতে গুলাটি কাবাবটা খেতে খুব ইচ্ছে করছে। এটা বললেই ও রান্না করে খাওয়াবে।কারণও সকলকে ভরিয়ে দিতে পারে। ঠিক এভাবেই বোনুয়ার জন্মদিকে আদুরে শুভেচ্ছায় দশভূজাকে ভরিয়ে দিয়েছেন তনুশ্রী চক্রবর্তী।