Subhashree Ganguly - ঘরোয়া পার্টিতেই জন্মদিন সেলিব্রেশন, ইউভানকে কোলে নিয়ে কেক কাটলেন শুভশ্রী

গতকালই ৩১-শে পা দিলেন টলিপাড়ার প্রথমসারির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি।  সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল মঙ্গলবার রাত থেকেই। জন্মদিনের বিশেষ দিনটা শুধু পরিবারের জন্যই তুলে রাখতে চেয়েছিলেন শুভশ্রী। ঠিক তেমনটাই করেছেন শুভশ্রী। আরবানার ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন করেছেন শুভশ্রী। একরত্তি ইউভানকে কোলে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন শুভশ্রী। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Riya Das | Published : Nov 4, 2021 7:18 AM IST
19
Subhashree Ganguly - ঘরোয়া পার্টিতেই জন্মদিন সেলিব্রেশন, ইউভানকে কোলে নিয়ে কেক কাটলেন শুভশ্রী


গতকালই ৩১-শে পা দিলেন টলিপাড়ার প্রথমসারির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আরবানার ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন করেছেন শুভশ্রী। একরত্তি ইউভানকে কোলে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন শুভশ্রী। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

29


৩১-শে পা দিলেন টলিপাড়ার প্রথমসারির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল মঙ্গলবার রাত থেকেই। মঙ্গলবার বিকেলেই নিজের কোর টিমের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করেছেন শুভশ্রী। 

39

তবে জন্মদিনের এই বিশেষ দিনটা শুধু পরিবারের জন্যই তুলে রাখতে চেয়েছিলেন  শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ঠিক তেমনটাই করেছেন শুভশ্রী। আরবানার ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন করছেন শুভশ্রী। একরত্তি ইউভানকে কোলে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন শুভশ্রী। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

49


টেবিলে রাখা প্রায় ৬ টা কেক। চকোলেট থেকে রেড ভেলভেট, ম্যাঙ্গো হরেক রকমের কেক রয়েছে টেবিলে সাজানো। জন্মদিনে উপহার হিসেবে পাওয়া প্রতিটি কেক কেটেই জন্মদিন সেলিব্রেশন করেছেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

59

আরবানার ফ্ল্যাটেই ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেট করেছেন  শুভশ্রী। জন্মদিনের এই বিশেষ দিনে হটকে লুকে সকলকে চমকে দিয়েছিলেন শুভশ্রী। পরণে ছিল হলুদ রঙের ফুলস্লিভ শার্ট, কলমকারি স্কার্ট, তার সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি। খোলা চুলে শুভশ্রীকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

69

শুভশ্রীর পাশেই দেখা গিয়েছে অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তীকে। কালো শার্ট, চোখে সাদা ফ্রেমের চশমা পরে নজর কেড়েছেন পরিচালক। কেক কাটার পর সবার প্রথমেই নিজের স্ত্রী-কে কেক খাইয়ে দেন পরিচালক রাজ চক্রবর্তী।

79

শুভশ্রীর ঘরোয়া পার্টির প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে ইউভানকে কোলে নিয়েই কেক কাটছেন নায়িকা। যদিও কোনওকিছুই বোঝার মতো বয়স হয়নি তার। মায়ের জন্মদিনে এতগুলো কেক দেখে রীতিমতো হতবাক। তবে মায়ের কোলে উঠেই পুরো বিষয়টা এনজয় করছে সকলের আদরের সিম্বা।
 

89

শুভশ্রীর পাশেই দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর মা অর্থাৎ অভিনেত্রীর শাশুড়ি মা-কে। পরিবারের সকল সদস্যদের নিয়েই ঘরোয়া ভাবেই জন্মদিন সেলিব্রেশন করেছেন টলিপাড়ার নায়িকা। প্রতিটি ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
 

99

অভিনেত্রীর ঘরোয়া জন্মদিনে দেখা গিয়েছে সুরকার, সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়কে। জিতের সঙ্গে রাজ ও শুভশ্রীর পারিবারিক সম্পর্ক রয়েছে।  এর আগেও একাধিকবার রাজের আরবানার ফ্ল্যাটে দেখা গিয়েছে জিতকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos