'সমস্ত পুরুষেরাই স্বপ্নে আমাকে কল্পনা করে', বিস্ফোরক বয়ান শ্রীলেখার

শ্রীলেখা মিত্র। নামটাই যেন যথেষ্ঠ। পুরুষদের আকৃষ্ঠ করতে তার জুড়ি মেলা ভার। এই বয়সে এও নেটদুনিয়ায় নিজের জায়গাটা বেশ জাকিয়ে ধরে রেখেছেন অভিনেত্রী। সে শরীরী উত্তেজনামূলক ছবি বা ভিডিও পোস্ট করেই হোক, কিংবা বাঙালি কন্যার শাড়ির ভাঁজে ক্লিভেজ উন্মুক্ত করেই হোক, সবেতেই সাবলীল শ্রীলেখা। পর্দাতেই তার নজরকাড়া উপস্থিতি সকলেরই নজর কাড়ে। কাজের প্রতি, নিজের প্রতি আত্মবিশ্বাসী অভিনেত্রী নিজেও জানেন বহু পুরুষের স্বপ্নে পরী তিনি। আর এই কথাটি বলতে তার কোনও দ্বিধাও নেই। নির্ধিদ্বায় সেকথা স্বীকারও করেন অভিনেত্রী। শ্রীলেখাকে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা।  কী কারণে তার এত জনপ্রিয়তা, জেনে নিন একনজরে।

Riya Das | Published : Mar 17, 2020 3:49 PM / Updated: Mar 17 2020, 03:53 PM IST
111
'সমস্ত পুরুষেরাই স্বপ্নে আমাকে কল্পনা করে', বিস্ফোরক বয়ান শ্রীলেখার
শ্রীলেখা মিত্র মানেই নেটদুনিয়ার হট সেনসেশন। পুরুষদের ঘুম উড়াতে তিনি বেশ সিদ্ধহস্ত।
211
যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুরাগীর সংখ্যা। তার প্রতিটি ছবিতেই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।
311
৯০ -এর দশকে বাংলা সিনেমায় অভিনয় করার পর বেশ কিছুদিন দেখা যায়নি অভিনেত্রীকে।
411
ফের 'ভূতের ভবিষ্যৎ' ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন অভিনেত্রী। এমনকী তার অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন।
511
সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন অভিনেত্রী। যার নাম 'আমি শ্রীলেখা বলছি'। বিভিন্ন টপিক-এর উপর নিজের বক্তব্য রাখেন অভিনেত্রী।
611
আলোআধারি রাতে শ্রীলেখার হট ভিডিও দেখে ঘুম উড়েছে আট থেকে অষ্টাদশীর। রাতের মায়াবী জোৎস্নায় মোহময়ীর এই রূপ ঝড় তুলেছে।
711
শ্রীলেখার ইউটিউব চ্যানেলে নিজের ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী।
811
শরীরী ভঙ্গিমায় লাস্যময়ীকে দেখতে ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়।
911
বহুদিন আগে তিনি একবার জানিয়েছিলেন, সমস্ত পুরুষরাই নাকি তাকে স্বপ্নে কল্পনা করে। যা নিয়ে রীতিমতো উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।
1011
অভিনয় জগতের পাশাপাশি বিচারকের আসনে দেখা গিয়েছে তাকে। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ অ্যাক্টিভ।
1111
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় দোলের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে তার এই ছবিতে। আবির মাখানো প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos