নতুন বছরে শুরুতেই কি শ্রাবন্তীকে কাছে চাইছেন রোশন, 'Insta' স্টোরিতে বাড়ছে জল্পনা

তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ এখন শ্রাবন্তীর উপরে।  সম্পর্কে ফাটল ধরেছে অনেকদিন আগেই। রোশন ও শ্রাবন্তীর ইনস্টাগ্রাম তা ভক্তদের জানান দিয়েছিল।  ইনস্টাগ্রাম থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়ছিল। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছিল কদর্য আক্রমণ। তবে কি নতুন বছরে ফের শ্রাবন্তীকে কাছে পেতে চাইছেন রোশন। সম্প্রতি রোশনের ইনস্টা-স্টোরি তেমনই ইঙ্গিত দিচ্ছে নেটিজেনদের।

Riya Das | Published : Dec 21, 2020 9:55 AM IST
110
নতুন বছরে শুরুতেই কি শ্রাবন্তীকে কাছে চাইছেন রোশন, 'Insta' স্টোরিতে বাড়ছে জল্পনা

পুরোনো রাগ-অশান্তি ঝেড়ে ফেলে মান-অভিমান ভুলে বছরের শেষে কি ফের জোড়া লাগাতে চাইছেন সম্পর্কে।

210

তবে কি নতুন বছরে ফের শ্রাবন্তীকে কাছে পেতে চাইছেন রোশন। সম্প্রতি রোশনের ইনস্টা-স্টোরি তেমনই ইঙ্গিত দিচ্ছে নেটিজেনদের।

310

তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ এখন শ্রাবন্তীর উপরে।  একের পর এক ঝড় বয়ে চলেছে টলি অভিনেত্রী শ্রাবন্তী জীবনে। এর মধ্যেই রোশনের এই পোস্টে আশার আলো খুঁজছেন সাইবারবাসী।

410


গতকাল রাতেই ৩ টি স্টোরি পোস্ট করেন শ্রাবন্তীর স্বামী রোশন। প্রথম দুটি ব্যঙ্গাত্মক হলেও শেষের পোস্টে চোখ আটকে গেছে নেটিজেনদের।

510


কী এমন বিশেষত্ব ছিল স্টোরিতে। আসলে ছবিটিতে দেখা গেছে, সকলে যখন নিজের সঙ্গীকে নিয়ে ভালবাসার মত্ত, সেখানে ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক যুবক। এবং অবাক হয়ে সকলের দিকে তাকিয়ে রয়েছে ওই যুবক।

610

ছবিটি পোস্ট করে রোশন ক্যাপশনে লিখেছেন , 'মাই কন্ডিশন' । নিজের একাকীত্বকেই সকলের সামনে তুলে ধরেছেন শ্রাবন্তীর স্বামী।

710

তবে কি এবার বরফ গলবে, এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আবারও কি একসঙ্গে দেখা যাবে টলিপাড়ার এই কাপলকে।

810

যদিও রোশনের এই পোস্টে কোনও রকম ইঙ্গিত মেলেনি শ্রাবন্তীর দিক থেকে। বর্তমানে শ্রাবন্তী স্পিকটি নট রয়েছেন।

910

এই টালমাটাল পরিস্থিতিতে নিজের জীবনের নতুন ইনিংস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রাবন্তী। হাজারো গুঞ্জনের মধ্যে তিনি কোনও কিছুতেই কান দিচ্ছেন না। বরং নিজেকে ব্যস্ত রেখেছেন  নিজের নিয়মে।

1010

একদিকে সিনেমার শুটিং, ওয়েব সিরিজের কাজ সামলেও জিমের ব্যবসা খুললেন অভিনেত্রী। ছবি দেখেই একাধিক মন্তব্য করতে শুরু করছেন নেটিজেনরা, যদি স্পিকটি নট টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos