লকডাউনের পর আবারও এক ফ্রেমে প্রসেনজিৎ-জয়া, চিত্রনাট্যে এবার কোভিডের ছোঁয়া

Published : Aug 14, 2020, 01:57 PM ISTUpdated : Aug 14, 2020, 02:00 PM IST

রবিবারে প্রথচম প্রাপ্তি, তারপর আবারও একই ফ্লেমে ফিরছেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যয়। তাঁদের পর্দার উপস্থিতিতে ঘিরে রবিবার ভক্তমহলে যে ঝড় তুলেছিল, তা আরও একবার সকলের সামনে আসতে চলেছে। লকডাউনের পরই আবারও একই ফ্রেমে ফিরছেন এই জুটি। 

PREV
18
লকডাউনের পর আবারও এক ফ্রেমে প্রসেনজিৎ-জয়া, চিত্রনাট্যে এবার কোভিডের ছোঁয়া

জয়া ও প্রসেনজিৎ জুটি, এক কথায় অনবদ্য, তা প্রমাণ পেয়েছে দর্শকেরা রবিবার ছবিতেই। এবার সেই জুটি আবারও ফিরছে পর্দায়।

28

লকডাউনের পর আবারও স্বাভাবিকের পথে টলিউড। এরই মাঝে একের পর এক তারকা শুরু করেছে ছবির কাজ। বর্তমানে ঢাকাতেই আটকে রয়েছেন জয়া আহসান।

38

কয়েকদিন আগেই জানিয়েছিলেন, প্রথম বিমান ধরে তিনি ফিরতে চান টলিউডে। এবার সামনে এলো তাঁর আগামী ছবির খবর। 

48

এবার ছবির পরিচালনাতে থাকছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। পরিস্থিতি খানিক স্বাভাবিক হলেই শুরু হবে ছবির কাজ, নাম অসতো মা সদগময়। 

58

এই ছবির প্রেক্ষাপটে এবার করোনা ভাইরাসের প্রভাব। না অতিমারী নিয়ে কোনও বৈজ্ঞানিক চর্চা নয়। নিপাট সাধারণ মানুষের মনে এই পরিস্থিতি কতটা প্রভাব ফেলেছে, তারই গল্প। 

68

করোনা ভাইরাসের জেরে মানুষের মনে ভয়, দূরত্ব, কষ্ট, কাছের মানুষকে হারানোর মত শত শত যন্ত্রণা মানুষ পেয়েছে প্রমুহূর্তে। 

78

যার সঙ্গে সাধারণ মানুষের খুব ঘনিষ্ঠ যোগাযোগ, সেই সাধারণের গল্পই এবার পর্দায় বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। 

88

চিত্রনাট্য শুনে জয়া জানিয়েছিলেন- 'পরিচালক যখন গল্পটা শুনিয়েছিলেন তখন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারির এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি'।

click me!

Recommended Stories