পার্ফেক্ট টোন্ড ফিগারে বোল্ড জয়া, হটনেসের ঝড়ে কাঁপছে দুই বাংলার ভক্তমহল

Published : Jul 02, 2021, 10:03 AM IST

জয়া আহসান, একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এখন তিনি সুপারস্টার, বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নবাগতাদের প্রতিমুহূর্তে যেন চ্যালেঞ্জের মুখে ফেলে চলেছেন তিনি। পার্ফেক্ট ফিগারে এবার সেই ইঙ্গিতই স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে জয়ার একের পর এক ছবি ভাইরাল। 

PREV
19
পার্ফেক্ট টোন্ড ফিগারে বোল্ড জয়া, হটনেসের ঝড়ে কাঁপছে দুই বাংলার ভক্তমহল

ফিটনেস ফান্ডায় যেন তাঁকে টেক্কা দেওয়া এক প্রকার যেন অসম্ভব। প্রতিটা লুকেই তিনি পার্ফেক্ট। 

29

বয়স যতই এগিয়ে যাক, নিজেকে স্টিল পার্ফেক্ট লুকে ধরে রেখে তাক লাগাচ্ছেন জয়া আহসান। সোশ্যাল মিডিয়ার পাতায় যার নির্দশন মেলে প্রতিটা মুহূর্তে। 

39

৯-এর দশকে কেরিয়ার শুরু করেন জয়া আহসান। কেরিয়ারের শুরু হয় টেলি সিরিয়ালে অভিনয় ও মডেলিং থেকে।

49

তবে অভিনয়ের কথা জানলেও, অনেকেই জানেন না জয়া আহসান ভালো গানও গাইতে পারেন। শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা কোর্সও করেছেন তিনি।

59

প্রথমে মডেলিং দিয়ে কাজ শুরু করলেও, পরে পড়াশোনার জন্য মডেলিং ছেড়ে দেন তিনি। এক সময়ে বাংলাদেশের এক সংবাদপত্রে সাংবাদিক হিসেবেও কাজ করেন তিনি।

69

জয়ার প্রথম ছবির নাম ব্যাচেলর (২০০৪)। এটি বাংলাদেশের ছবি। এর পরে গেরিলা (২০১১) ও চোরাবালি (২০১২) ছবির জন্য প্রশংসা পেয়েছিলেন তিনি।

79

এর পরেই শুরু হয় কলকাতায় কাজ। প্রথম ছবি অরিন্দম শীল পরিচালিত আবর্ত (২০১৩)। এর পরে কলকাতায় একটি বাঙালি ভূতের গপ্পো, রাজকাহিনি, ঈগলের চোখ, বিসর্জন, এক যে ছিল রাজা, ক্রিসক্রস, বিজয়া ছবিতে অভিনয় করেন।

89

ইন্দ্রনীল রায়চৌধুরীর ভালোবাসার শহর স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেও প্রশংসা পান তিনি।

99

এর পরের সফরটা সকলেরই জানা। দুই বাংলায় একের পর এক ছবি করে তিনি সকলের নজর কেড়ে চলেছেন। 

click me!

Recommended Stories