এক্সেনট্রিক মডেল থেকে আফগানি বধূর রূপে জয়া, পাঁচ অবতারের রহস্যভেদ

জয়া এহসানের নতুন রূপে মুগ্ধ নেটবাসী। হঠাৎ এই ট্রান্সফরমেশন চোখ ঘুরল ভক্তদের। এক্সেনট্রিক ফ্যাশনে চোখ ঘোরালেন বাংলাদেশি সুন্দরী। অবশ্য তাঁকে কেবল বাংলাদেশি সুন্দরী বললে ভুল হবে। এখন তিনি এপার বাংলার পুরুষদের মনের মণিকোঠায় রয়েছেন। নিত্যদিন জয়ার যেন নতুন ট্রান্সফরমেশন। কখনও ওয়েস্টার্ন লুকে তো কখনও ভারতীয় নারীর বেজে সেজে ওঠেন। আর তাতেই বাজিমাত করলেন টলিউডের একাধিক নায়িকাদের। 

Adrika Das | Published : Sep 8, 2020 1:37 PM
19
এক্সেনট্রিক মডেল থেকে আফগানি বধূর রূপে জয়া, পাঁচ অবতারের রহস্যভেদ

জয়া যে এমন এক্সেনট্রিক ফ্যাশনেও ধরা দিতে পারেন তার আইডিয়া একেবারেই ছিল না ভক্তমহলের। 

29

গোলাপী রঙের শর্ট ড্রেস, সঙ্গে অ্যানিমাল প্রিন্টের জ্যাকেট এবং কম্পিলট মেসি হেয়ার লুকে ধরা দিয়ে অচেনা হয়ে উঠলেন জয়া। 

39

এমনকি চুলে ফ্রন্ট ব্যাংস নিয়ে একেবারে বারবি ডলের সাজে দেখা গেল তাঁকে। গলায় রয়েছে ভারি স্টেটমেন্ট নেকপিস।

49

হটনেসেও তিনি মাত দিচ্ছেন তাবড় তাবড় অভিনেত্রীদের। সাদা শার্ট চিরকালে 'গো টু' পোশাকের মধ্যে শীর্ষে। 

59

সেই সাদা শার্টেই নিজেকে মেলে ধরলেন জয়া। মেসি হেয়ার, হট প্যান্ট এবং ক্যানডিড পোজ। 

69

এক কথায়, জয়াকে চেনা মুশকিল হয়ে গিয়েছে। বিসর্জন ছবির জয়া এবং এখনকার জয়ার মধ্যে যেন আকাশ পাতাল তফাত। 

79

এক সাজ থেকেই একেবারে ভিন্ন সাজে নিজেকে বদলে ফেললেন জয়া। আফগানি বধূর সাজে দেখা গেল তাঁকে। 
 

89

আফগানি গয়না দেখলেই মহিলাদের মধ্যে উত্তেজনা বাড়ে। সেই আফগানি গয়না দেখা গেল তাঁকে। 

99

এছাড়াও তিনি সাধারণ ক্যাজুয়াল পোশাকেও নিজেকে মেলে ধরতে ভালবাসেন। অফ শোল্ডার টপে একেবারে ভিনন্তার স্বাদ এনে দিলেন অভিনেত্রী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos