নারীদের যোগ্য সম্মান না দিলে কলকাতা-বাংলাদেশের ছবিটাও আফগানিস্তানের মতই হবে, অকপট জয়া

বর্তমানে তালিবানদের নিয়ে যে পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে আফগানিস্তান তা এককথায় বলতে গেলে এক ধাক্কায় বহুগুণ পিছিয়ে দিল এই দেশের স্বনির্ভর হওয়ার পথ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মন্তব্য রাখছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী জয়া আহসান।

Jayita Chandra | Published : Aug 18, 2021 8:45 AM IST / Updated: Aug 18 2021, 02:18 PM IST
110
নারীদের যোগ্য সম্মান না দিলে কলকাতা-বাংলাদেশের ছবিটাও আফগানিস্তানের মতই হবে, অকপট জয়া
আফগানিস্তান গত কুড়ি বছর ধরে বেশ কিছুটা সময় পেলে ও রাজনীতি চরম অরাজকতা ও মহিলাদের যথাযথ সম্মান বা এগিয়ে যাওয়ার পথ দেখাতে না পারায় পরিণামে আজকের সকাল। কেন প্রতিটা মুহূর্তে পিছিয়ে পড়তে হবে মেয়েদের!
210
ঠিক এই প্রশ্ন তুললে আফগানিস্থান ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান। জানালেন নারীদের সুরক্ষায় নারীদের সম্মান এটাই প্রাথমিক হিসেবে বিবেচনা করা উচিত।
310
সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যেমনটা সামনে নিয়ে এসেছেন। তার কথায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ যেভাবে এগিয়ে চলছে সেই তালিকায় মেয়েরা কোথাও যেন আজও নিজের পরিচয় পরিচিতির জন্য লড়াই করে চলেছে।
410
শুধু তাই নয় পাশাপাশি তিনি আরো জানান বাংলাদেশে কলকাতা এরাও এই তালিকা থেকে বাইরে থাকতে পারবে না যদি নারীদের সম্মান এর ক্ষেত্রে আজও কোন পদক্ষেপ না নেয়া হয়।
510
কেবল আফগানিস্তান কেন, মহিলাদের সঠিক সম্মান ও এগিয়ে যাওয়ার রাস্তা না দেখাতে পারলে যেকোনো দেশের ভবিষ্যতের ছবি এমনই হতে পারে।
610

জয়ার কথায় পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সর্বদায় কোণঠাসা করে রাখা হয়। কোন সমস্যা বা কোন কিন্তু থাকলে ঘুরে ফিরে আঙ্গুল পৌঁছে যায় সেই মেয়েদের দিকেই।

710
আর এই অভ্যেস যতদিন না ত্যাগ করছে ততদিন সমাজকে কেবলই পিছিয়ে পড়তেই হবে। রাজনীতির গোঁড়ামি পাশাপাশি সমাজের নানান বিভাজন কখনোই একটা দেশের অগ্রসর সঠিক নির্দেশিকা হতে পারে না।
810
কেবল জয়া আহসান নয়, বলিউড থেকে শুরু করেন টলিউড বিভিন্ন স্তরের ছেলেরাই বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তান নিয়ে মুখ খুলেছেন। কাজের বার্তায় রয়েছে জাতি দিস ভুলে অসহায় মানুষের পাশে থাকার কথা। কেউ আবার স্মরণ করিয়েছে নারী স্বাধীনতার কথা।
910
আফগানিস্তানের সেলিম যখন কাতর স্বরে সবাইকে আবেদন জানাচ্ছিলেন যে এটাই হয়তো মেয়েদের শেষ স্বাধীন দিন তখন সে ভিডিও সেই ছবি সত্যিকারেই শিহরণ জাগিয়ে ছিল প্রতিটা মানুষের মনে। তালিবানদের হাতে পড়ে আবারো পরাধীনতার ভয় কুঁকড়ে গোটা দেশের মহিলা।
1010
যে ছবি আরও একবার মনে করিয়ে দেয় সমাজ শিক্ষা রাজনীতি বিশ্বায়ন এ শব্দগুলো কেবলই স্বপ্নই রয়ে গিয়েছে গোটা পৃথিবীর মানসিকভাবে স্বাবলম্বী হতে এখনো অনেক সময় বাকি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos