আগাছার মতো মাথাচাড়া দিয়ে উঠছে গোপনে দেহব্যবসা। রমরমিয়ে চলছিল দেহব্যবসা। এবার খাস কলকাতার বুকে হদিশ মিলল পর্নোগ্রাফি চক্রের। শুধু তাই নয়, হাতেনাতে গ্রেফতারও করা হয়েছে নীল ছবির লাস্যময়ীকে। দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত রয়েছেন নন্দিতা দত্ত, যিনি সকলের কাছে 'ন্যান্সি ভাবি' নামেই পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। এবং চিত্রগ্রাহক হলেন মৈনাক ঘোষ। ফেসবুকে বিজ্ঞাপন দিয়েই উঠতি মডেলদের দিয়ে এই নোংরা চক্র চালাতেন নন্দিতা। যদিও শহরের বুকে এই কার্যকলাপ নতুন নয়, এই একই ধরনের অভিজ্ঞতা রয়েছে টলি নায়িকাদের। এরকমই নোংরা ফাঁদে পড়েছিলেন টলি অভিনেত্রী অলিভিয়া সরকার। সাক্ষাৎকারে ফাঁস করলেন সেই কথা।
এবার খাস কলকাতার বুকে হদিশ মিলল পর্নোগ্রাফি চক্রের। যদিও শহরের বুকে এই কার্যকলাপ নতুন নয়, এই একই ধরনের অভিজ্ঞতা রয়েছে টলি নায়িকাদের। এরকমই নোংরা ফাঁদে পড়েছিলেন টলি অভিনেত্রী অলিভিয়া সরকার।
210
সালটা ২০১২-১৩। আসানসোলের মেয়ে অলিভিয়া অভিনেত্রী হওয়ার ইচ্ছা নিয়ে পা রেখেছিলেন কলকাতায়। বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছেন। কাজেক জন্যই একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ছে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছিলেন কিছু নিম্নস্তরের মানুষজন।
310
প্রথমসারির সংবাদমাধ্যেমে সাক্ষাৎকারে অলিভিয়া জানিয়েছেন,নতুনদের দিয়ে অনেকেই এই ধরনের নোংরা কাজ করানোর চেষ্টা করে। আমার সঙ্গেও তেমনটাই হয়েছিল।
410
অলিভিয়া জানান, পরপুরুষের শয্যাসঙ্গী থেকে একাধিক কুপ্রস্তাব এসেছিল তার কাছে। কিন্তু শুরু থেকেই ভাল-মন্দের ফারাকটা বুঝতে পেরেই ওই ফাঁদে আমি কখনওই পা দিইনি।
510
কলকাতায় পর্ন ব়্যাকেটের পর্দাফাঁস হতেই নিজের পুরোনো দিনে ফিরে গেছেন নায়িকা। অভিনেত্রী আরও জানিয়েছেন, এই কাজের সঙ্গে যারা যুক্ত তারা আকার-ইঙ্গিতেই সবটা স্পষ্ট করে বুঝিয়ে দেন।
610
কলকাতায় পর্ন ব়্যাকেটের পর্দাফাঁস হতেই নিজের পুরোনো দিনে ফিরে গেছেন নায়িকা। অভিনেত্রী আরও জানিয়েছেন, এই কাজের সঙ্গে যারা যুক্ত তারা আকার-ইঙ্গিতেই সবটা স্পষ্ট করে বুঝিয়ে দেন।
710
জের স্ট্রাগলের কথা বলেতে গিয়েই অলিভিয়া জানিয়েছেন, টালিগঞ্জ মেট্রোর বাইরে ডেকে নিয়ে গিয়েই লোকজন এইসব কথা বলত। পাশে চায়ের ঠেঁকে আড্ডা মারতে মারতেই বুঝিয়ে দিত তার আসল উদ্দেশ্য।
810
অলিভিয়া আরও বলেছেন , কাজের প্রস্তাব দিলেও পারিশ্রমিকের প্রসঙ্গ উঠত না। যারা কথা বলতে আসত তারা নিজেরাই বিশেষ প্রতিষ্ঠিত নয়। প্রযোজককে খুশি করারও প্রস্তাব মিলত। তারপরই আরও সাবধান হয়ে যান অভিনেত্রঈ।
910
চেহারা থেকে ফ্যাশন স্টেটমেন্টে ট্রান্সফরমেশন চোখে পড়ার মতো। রাফ অ্যান্ড টাফ ডার্ক চরিত্রের সরমা ওরফে অলিভিয়া সরকার টলিপাড়ার 'হটনেস বম্ব'। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী অলিভিয়া সরকার।
1010
টলিপাড়ার ধারাবাহিকে অতি পরিচিত একটি নাম হল অলিভিয়া সরকার। সাধারণ ছিমছাম ঘরোয়া লুকে ধারাবাহিকে নজর কাড়লেও ওয়েব সিরিজ 'মন্টু পাইলট' যেন তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।