পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। এবং চিত্রগ্রাহক হলেন মৈনাক ঘোষ। পুলিশ আরও জানিয়েছে, ঘন্টার পর ঘন্টা ধরে চলত এই পর্ন ছবির শুটিং। নিওফ্লিক্স ও রেডওয়াইপ টু-তে এই পর্নগুলি দেখানো হতো। এবার পুলিশের কাছে ধরা পড়েই পর্দাফাঁস হয়েছে নন্দিতা দত্ত ওরফে ন্যান্সি ভাবির।