পারমিতার মতের বিরুদ্ধে খুব একটা কেউ কখনও যায় না পরিবারে, সে যাই করুক না কেন মনে মনে অপুর্বর মা তা গ্রহণ করে নেন আনন্দের সঙ্গে, কিন্তু এবার দেওয়রের বিয়ে দিয়ে কি পারবে পরিস্থিতি সামলে নিতে পারমিতা! ছেলের নেই তেমন রোজগার, এবার বিয়ে করে বউ নিয়ে হাজির, কি হবে এবার পারমিতার সংসারে।