বিকিনি টপে অদ্রিজা, ওয়েট শার্টে ক্রুশাল, সেলেব জুটির Hot গোয়া ট্রিপ

বাংলা টেলিজগতে হাশ হাশ কাপলের মধ্যে অন্যতম হলেন ক্রুশাল আহুজা এবং অদ্রিজা রায়। 'কীকরে বলব তোমায়'র হ্যান্ডসাম ড্যাশিং হিরো ক্রুশাল যে অদ্রিজার সঙ্গেই প্রেম করছেন এ কথা তিনি নিজে মুখ বলেননি ঠিকই, তবে কানাঘুষো আসে, তিনি এবং অদ্রিজা প্রায় বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন। অদ্রিজা এবং ক্রুশাল, দু'জনেরই সোশ্যাল মিডিয়া অ্যাকউন্টে একে অপরের সঙ্গে বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করতে দেখা যায়। ২০২০-র শেষে দিকে সকল সেলেব্রিটিরাই ট্রিপে যাচ্ছিলেন। 
 

Adrika Das | Published : Jan 1, 2021 9:06 PM
110
বিকিনি টপে অদ্রিজা, ওয়েট শার্টে ক্রুশাল, সেলেব জুটির Hot গোয়া ট্রিপ

সেখানে ক্রুশাল এবং অদ্রিজাই বা কেন বাদ যাবেন। তাঁরাও রওনা হয়েছিলেন গোয়ার পথে। 

210

দেশের অন্যতম সুন্দর সমুদ্রসৈকতের জায়গা হল গোয়া। ইয়ং ক্রাউডই সেখানে বেশি। তবে ভ্রমণেও রয়েছে রহস্যের ছোঁয়া। 

310

হাশ হাশ কাপল বলতে যারা নিজেদের সম্পর্কের বিষয় কোনও মন্তব্য করেন না। তবে তাঁদের সম্পর্ক নিয়ে নানা চর্চা বিনোদন মহলে। 

410

সেলেব জুটি ক্রুশাল এভং অদ্রিজা একইসঙ্গে গিয়েছিলেন গোয়ায়। তবে ছবি পোস্ট করেছেন একেবারে আলাদা আলাদা। 

510

অর্থাৎ একে অপরের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি তাঁরা। কখনও ভেজা শার্টে নেটদুনিয়া কাঁপাচ্ছেন ক্রুশাল।

610

অন্যদিকে বিকিনি টপে টোনড ব্যাক ফ্লন্ট করছেন অদ্রিজা। তাঁদের হট অবতারে চোখ কপালে উঠেছে ভক্তদের। 
 

710

সম্পর্কের বিষয় খোলাখুলি আলোচনা না করা পর্যন্ত তাঁদের গোয়ার একই ফ্রেমে দেখার ভাগ্য খুব শীঘ্রই হচ্ছে না অনুরাগীদের। 
 

810

গোয়ার তাপমাত্রা রীতিমত চড়িয়েছেন দুই অভিনেতা-অভিনেত্রী। ক্রুশাল এবং অদ্রিজা যে মেড ফর ইচ আদার তা আর বুঝতে বাকি নেই। 

910

পাশাপাশি ফ্যাশন গোলসও টপ নচ তাঁদের। একদিকে ভেজা শার্ট, কেপরিতে দেখা গিয়েছে ক্রুশালকে। 

1010

অন্যদিকে শর্ট ড্রেস, স্কার্ট, বিচওয়্যারে সমুদ্রসৈকতে নৌকার উপর কখনও পাঁচিলে দাঁড়িয়ে বিভিন্ন ছবি পোস্ট করেছেন অদ্রিজা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos