মায়ার বাঁধন থেকে গয়নার বাক্স, ব্যক্তিগত জীবন থেকে টলিউড সফর, শ্রাবন্তী যেন খোলা ডাইরি
কলকাতায় জন্ম, ছোট থেকেই ছিল তাঁর চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন। তবে যতটা তিনি পর্দায় ঝড় তুলেছিলেন, ততটাই সকলের নজরে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের উঠা পড়ার ছবি। শ্রাবন্তীর জীবনের সবটাই যেন খোলা পাতা। জন্ম থেকে টলিপাড়ার সফরটা কেমন ছিল অভিনেত্রীর...
Jayita Chandra | Published : May 4, 2020 8:39 AM IST / Updated: May 04 2020, 05:45 PM IST
115
কলকাতায় জন্মগ্রহণ করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১৯৮৭ সালে ১৩ অগাস্ট তাঁর জন্ম হয়। এখানেই তাঁর লেখাপড়া করা।
215
ছোট থেকেই অভিনয় জগতে আসার ইচ্ছে ছিল শ্রাবন্তীর। নিজেকে সেভাবে তৈরি করে তখন বাংলা চলচ্চিত্রে নিজের জায়গা করে নিয়েছিলেন শ্রাবন্তী। পরিবারের সকলকেই পাশে পেয়েছিলেন তিনি।
315
পর্দায় প্রথম তাঁকে দেখা গিয়েছিল মায়ার বাঁধন ছবির মধ্যে দিয়ে। তখন শ্রাবন্তীর বয়স মাত্র ১২ বছর। শিশু শিল্পী হিসেবে হাতেখড়ি হয়েছিল তাঁর। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি।
415
পরবর্তীতে ছবির জগতে পা রাখেন শ্রাবন্তী ২০০৩ সালে। ছবির নাম ছিল চ্যাম্পিয়ান। এই ছবিতেই তাঁর বিপরীতে দেখা গিয়েছিল জিৎ-কে।
515
এরপরই শ্রাবন্তী বসেন বিয়ের পিঁড়িতে। পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন অভিনেত্রী। কম বয়সেই জীবনে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রাবন্তী।
615
এরপরই তাঁদের পরিবারে আসে নতুন সদস্য ঝিনুক। তাঁদের সন্তান। এখনও পর্যন্ত শ্রাবন্তী আগলে রেখেছেন তাঁদের ছেলেকে নিজের কাছেই।
715
এরপর শ্রাবন্তী অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নেন। সংসার ধর্মে মন দিয়েছিলেন তিনি। ঝিনুককে নিয়েই সময় কাটত তাঁর।
815
২০০৮ সালে আবার টলিউডে ফিরে আসেন অভিনেত্রী। একের পর এক ছবি করতে থাকেন শ্রাবন্তী। হিরণের বিপরীতে ভালোবাসা ভালোবাসা ছবিতে দেখা যায় তাঁকে।
915
এরপর একে একে হিট ছবি উপহার দিয়েছেন শ্রাবন্তী, বিপরীতে কখনও দেব, কখনও জিৎ কখনও আবার সোহম। বক্সঅফিস এক কথায় হিট জুটি।
1015
কেবল গতানুগতিক রোম্যান্টিক ছবি নয়, গয়নার বাক্স, বুনোহাঁসের মত ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
1115
অভিনেত্রীর কেরিয়ার যখন মধ্য-গগণে তখনই তাঁর জীবনে আসে দ্বিতীয় প্রেম। কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী।
1215
সেই বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি। এরই মাঝে শ্রাবন্তী জীবনে আসে আবারও নতুন প্রেম। রোশনকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।
1315
এরপরই ২০১৯ সালে রোশনকে বিয়ে করেন শ্রাবন্তী। বিয়ে নিয়ে কোনও সমস্যাই ছিল না ঝিনুকের।